মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১১ ডিসেম্বর ২০২৫
ভিসা সহজীকরণ নিয়ে বাহরাইনে আবারো আলোচনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৯:২৩
বাহরাইন
ভিসা সহজীকরণ নিয়ে রাষ্ট্রদূতের সাথে আলোচনা
বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা সহজীকরণ নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অব কনস্যুলার সার্ভিস তালাল আব্দুস সালাম আল আনসারির সাথে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। ১০ ডিসেম্বর বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে বন্ধ থাকা ভিসা কীভাবে সহজ করা যায়, তা নিয়ে আলোচনা করেন তারা। এছাড়া বাহরাইন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ নানা বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বাহরাইনে গত আট বছর ধরে বন্ধ রয়েছে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা। বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের দাবি, অন্তত ফ্যামিলি ভিসা চালু হলে উপকার পেতেন প্রবাসীরা। দুই দেশের মধ্যে ভিসা সহজীকরণ বিষয়ে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে ধারণা পাওয়া যায়। এর আগে ভিসা সহজীকরণের বিষয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বাহরাইনের মন্ত্রীদের সাথে আলোচনা হয়।
সংযুক্ত আরব আমিরাত
নতুন বছরে জুমার নামাজের নতুন সময়
সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের শুরু থেকে দেশটির সব মসজিদে শুক্রবারের খুতবাহ ও নামাজের সময় একই হবে। নতুন সময় অনুযায়ী শুক্রবার জুমার খুতবা ও নামাজ শুরু হবে দুপুর ১২টা ৪৫ মিনিটে। গালফ নিউজ এই খবর দিয়েছে। বর্তমানে আমিরাতের নানা এলাকায় জুমার নামাজের সময় ভিন্ন ভিন্ন। যেমন দুবাই ও আবুধাবিতে ১টা ৩০ মিনিটে, শারজাহ বা কিছু উত্তরের এলাকায় ১২টা ৩০ মিনিটের দিকে। নতুন নিয়মে ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে আমিরাতের সব মসজিদে জুমার খুতবা ও নামাজ শুরু হবে দুপুর পৌনে ১টায়। কর্তৃপক্ষ দেশটির নাগরিক ও বাসিন্দাদের নতুন সময় মনে রাখতে অনুরোধ করেছে। কর্তৃপক্ষ মনে করছে, এতে করে আমিরাতবাসীর জুমার নামাজ কোথায় কোন সময় এমন বিভ্রান্তির অবসান হবে।
সৌদি আরব
সৌদিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরো কিছু দিন
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, দেশটির বেশির ভাগ অঞ্চলে বৃষ্টিপাত হবে আরো কিছু দিন। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, মক্কা, মদিনা, রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় ও উত্তরের সীমান্ত অঞ্চলের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। শিলাবৃষ্টি বা শক্তিশালী বাতাসের সাথে হড়কাবানের পূর্বাভাসও দেওয়া হয়েছে। ঝড়-ঝাপটার এই সময় বাইরে বের হওয়ার আগে নাগরিক ও প্রবাসীদের আবহাওয়ার পূর্বাভাস দেখে-শুনে চলার সতর্কতা জানানো হয়েছে। বিশেষত হঠাৎ বন্যার এলাকায় গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা মেনে চলার কথাও বলা হয়েছে।
logo-1-1740906910.png)