Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে রেসিডেন্সি আইন ভাঙলে সর্বোচ্চ ৫০ লাখ দিরহাম জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫

আমিরাতে রেসিডেন্সি আইন ভাঙলে সর্বোচ্চ ৫০ লাখ দিরহাম জরিমানা

সংযুক্ত আরব আমিরাতে বিদেশিদের বসবাস ও প্রবেশ-সংক্রান্ত আইন আরো কঠোর হচ্ছে। নিরাপত্তা জোরদার এবং সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে দেশটি ইতোমধ্যে নানা বিধিনিষেধ ও জরিমানার পরিমাণ বাড়িয়েছে। বিশেষ করে অবৈধভাবে প্রবেশকারীদের আশ্রয় বা কাজে লাগানোকে এখন সবচেয়ে গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের ফেডারেল আইন নম্বর ২৯, ২০২১ অনুযায়ী, এমন অপরাধে জরিমানা শুরু হচ্ছে ১ লাখ দিরহাম থেকে। আর যদি একাধিক ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত থাকে, জরিমানা সর্বোচ্চ ৫০ লাখ দিরহাম পর্যন্ত হতে পারে। এর সঙ্গে ন্যূনতম দুই মাস কারাদণ্ডও বাধ্যতামূলক।

কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে প্রবেশকারীদের আশ্রয়, কাজ দেওয়া বা কোনো ধরনের সহায়তা করা; সবই অপরাধের আওতায় পড়বে। কারণ এ ধরনের ব্যক্তি আইন এড়িয়ে চলা ছাড়াও নানা অপরাধে জড়িয়ে পড়তে পারে, যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি।

এ আইন আরো বলছে, যারা নিয়ম ভেঙে আমিরাতে প্রবেশ করে বা ভিসার নিয়ম মানে না, তাদের উপস্থিতি চিহ্নিত করা কঠিন হয়। এতে জননিরাপত্তা ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই কঠোর নজরদারি এবং আইন প্রয়োগকে অত্যন্ত জরুরি বলে মনে করছে সরকার।

ভিসার অপব্যবহারও সমানভাবে গুরুতর অপরাধ। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, পর্যটক বা ভিজিট ভিসা নিয়ে আমিরাতে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমন অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে ১০ হাজার দিরহাম জরিমানা এবং পরিস্থিতি অনুযায়ী কারাদণ্ডও হতে পারে।

এছাড়া রেসিডেন্সি সংক্রান্ত নথি জাল করা বা জাল নথি ব্যবহার করাও বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য হয়। এই অপরাধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডসহ উচ্চ অঙ্কের জরিমানা হতে পারে। সরকার বলছে, এ ধরনের নথি জালিয়াতি জাতীয় পরিচয় ব্যবস্থার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করে।

আমিরাত সরকার স্পষ্ট করেছে, দেশের শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভিজিট বা ট্যুরিস্ট ভিসাকে অবৈধভাবে শ্রমবাজারে প্রবেশের পথ হিসেবে ব্যবহার ঠেকাতেই এসব কঠোরতা। এতে বৈধ শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য প্রতিযোগিতা এবং শ্রম-সম্পর্কিত নিয়মকানুন প্রয়োগ সহজ হবে।

সার্বিকভাবে, নতুন জরিমানা ও কঠোর শাস্তির লক্ষ্য একটাই- দেশে যারা অবস্থান করছে বা আসতে চায়, সবাই যেন নির্ধারিত আইন মেনে চলে এবং কোনোভাবেই নিরাপত্তা ঝুঁকি তৈরি না করে।

Logo