Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে ভ্রমণকারীদের জন্য নতুন নুসুক আল ওমরাহ কার্ড চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪

সৌদিতে ভ্রমণকারীদের জন্য নতুন নুসুক আল ওমরাহ কার্ড চালু

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় নতুন “নুসুক আল ওমরাহ কার্ড" এর নিয়ম চালু করেছে। নিয়ম অনুযায়ী, দেশটির হজযাত্রী কার্ডের ডিজিটাল ভার্সন ব্যবহার করতে পারবেন। অন্যদিকে, বিদেশি যাত্রীরা পৌঁছানোর পর প্রিন্ট করা কার্ড পাবেন। সৌদি গেজেট ও টাইমস অব ইন্ডিয়া এ-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে। 

কার্ডের উদ্দেশ্য হলো হজ বা ওমরাহ যাওয়ার সময় পরিষেবা ও পরিকাঠামোগত ব্যবস্থাকে সহজ ও সংগঠিত করা। এর মাধ্যমে আগতরা যাতায়াত (বাস, শাটল), থাকা-খাওয়া, গোষ্ঠী ব্যবস্থাপনা, পবিত্র স্থানগুলোতে ভ্রমণের সুবিধাসহ নানা পরিষেবা পাবে। 

নুসুক কার্ড প্রয়োজন হবে হজ বা ওমরাহর সময় মক্কা, মদিনা বা হোলি সাইটে প্রবেশ বা চলাচলের জন্য। মন্ত্রণালয় জানিয়েছে, কার্ড ছাড়া হজযাত্রীদের অনেক সেবা থেকে বঞ্চিত হতে হবে। 

আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় বলেছে, নতুন এই ব্যবস্থা প্রতারণা ও অস্বস্তি কমাতে সাহায্য করবে। পাশাপাশি নিরাপত্তা ও আগতদের রাস্তাঘাট, আবাসনের দিকে নজর রাখতে সুবিধা করবে। 

নতুন নিয়ম অনুযায়ী, দেশি বা বিদেশি যে কোনো যাত্রীকে ভ্রমণ, বসবাস ও যাত্রাপথ পরিকল্পনায় আগে থেকেই কার্ড সংগ্রহ করে রাখতে হবে। মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো এই কার্ড চেক করবে।

Logo