২০২৬ থেকে ইউএইতে সব মসজিদে শুক্রবারের নামাজের নতুন সময়সূচি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩
সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের শুরু থেকেই দেশের সব মসজিদে শুক্রবারের খুতবাহ ও নামাজের সময় একই হবে। নতুন সময় অনুযায়ী শুক্রবার খুতবা ও নামাজ শুরু হবে দুপুর ১২টা ৪৫ মিনিটে। গালফ নিউজ এ সংবাদ নিশ্চিত করেছে।
এর আগে কিছু মসজিদ দুপুরের দিকে নামাজ পড়াত (উদাহরণস্বরূপ- দুবাই ও আবুধাবিতে ১টা ৩০ মিনিটে; শারজাহ বা কিছু উত্তরের এলাকায় ১২টা ৩০ মিনিটের দিকে)। নতুন সিদ্ধান্ত একই সময় করে দিচ্ছে।
কর্তৃপক্ষ স্থানীয়দের অনুরোধ করেছেন, নতুন সময় মনে রেখে আগেভাগে মসজিদে আসার, যাতে খুতবাহ-নামাজের পুরো অংশে অংশগ্রহণ করা যায়।
এই পরিবর্তনের উদ্দেশ্য হলো মসজিদে নামাজ ও ধর্মীয় আয়োজনে সমন্বয়, দেশজুড়ে এক সময় ও ভুলে যাওয়া থেকে মুক্তি পাওয়া।
উল্লেখ্য, এই পরিবর্তন আগামী ২ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।
logo-1-1740906910.png)