Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১০ ডিসেম্বর ২০২৫

বাহরাইনে আসছে সরকারি ছুটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪১

বাহরাইনে আসছে সরকারি ছুটি

বাহরাইন

বাহরাইনে আসছে সরকারি ছুটি

বাহরাইনে আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির জাতীয় দিবস এবং দেশটির প্রথম রাজার রাজ্যভার গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে ১৬ ও ১৭ ডিসেম্বর এই ছুটি পালন করে দেশটির মানুষ। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ছুটির এই দিন দুটি জাতীয় উৎসব হিসেবে পালন করবে বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা। ১৯৬১ সালের ১৬ ডিসেম্বর দেশটির আমির হিসেবে সিংহাসনে বসেছিলেন ইসা বিন সালমান আল খলিফা। যদিও দেশটি আনুষ্ঠানিকভাবে ১৫ আগস্ট ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করেছিল, তবু দেশটির ঐতিহ্য ও স্বাধীনতার প্রতীক হিসেবে ১৬ ডিসেম্বরকেই জাতীয় দিবস হিসেবে নির্বাচন করা হয়। দিনটি উপলক্ষে বাহরাইনের পথঘাট, সড়ক, জনপথ রঙিন সাজে সাজানো হয়। ১৬ ডিসেম্বর বাহরাইন ও বাংলাদেশের জাতীয় দিবস একই দিনে হওয়ায় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও একাত্ম বোধ করবেন এই দিনটিতে। 


সংযুক্ত আরব আমিরাত

ডিপফেক স্ক্যাম বাড়ছে, শারজাহ পুলিশের সতর্কবার্তা

আমিরাতে ডিপফেক স্ক্যাম বাড়ছে বলে সতর্ক করেছে শারজাহ পুলিশ। এতে করে প্রতারণা আর কেলেঙ্কারি বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, এআই ভিডিওতে মানুষের কণ্ঠস্বর, মুখের বৈশিষ্ট্য এবং নড়াচড়ার অবিকল জীবন্ত মানুষের মতো হতে পারে। যেসব ভিডিওতে অনেকেই আসল বলে বিশ্বাস করে ফেলতে পারে। তাছাড়া ভুয়া ভিডিও কল, ভয়েস মেইলের মাধ্যমে অর্থ বা সেনসেটিভ তথ্য হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছে জালিয়াতরা। শারজাহ পুলিশ নাগরিক ও বাসিন্দাদের পরামর্শ দিয়েছে, তারা যেন সব ডিজিটাল কনটেন্ট সরাসরি বিশ্বাস না করে ফেলেন। যে কেউ তথ্য চাইলে আগে যাচাই করে নিতে হবে। কিছু করার আগে দুই-তিন বার ভাবতে হবে। অভিজ্ঞ জনের পরামর্শ নিতে হবে। পুলিশ বলছে, সচেনতাই পারে এই জালিয়াতি প্রতিহত করতে।   


সৌদি আরব

সৌদিতে বৃষ্টিপাতের ধরন বদলাচ্ছে

সৌদি আরবে বৃষ্টিপাতের ধরন বদলাতে শুরু করেছে। আগে নভেম্বর মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হলেও এখন তা সরে এসেছে ডিসেম্বরে। দেশটি আবহাওয়া অফিসের বরাতে এই খবর ছেপেছে সৌদি গেজেট। দেশটির আবহাওয়ার এমন গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের এমন ধরন বদলানোর কারণে আবহাওয়া সম্পর্কে নতুন করে তথ্য উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হচ্ছে। দেশটির আবহাওয়ার বিষয়ে গভীর বৈজ্ঞানিক গবেষণাও জোরদার করা হয়েছে। কেননা সর্বোচ্চ বৃষ্টিপাতের এমন পরিবর্তনে দীর্ঘমেয়াদি প্রভাব সৌদিতে লক্ষ্য করা যেতে পারে। তাই বৃষ্টিপাত পর্যবেক্ষণ ও পূর্বাভাস ব্যবস্থা আরো উন্নত করা হচ্ছে, যাতে বৃষ্টির কারণে সম্ভাব্য সতর্কতামূলত ব্যবস্থা নেওয়া যায়।    


কুয়েত

কুয়েতে ঝড়-বন্যার সতর্কতা জারি

কুয়েতে ঝড়-বন্যার সতর্কতা জারি করা হয়েছে। দেশটির ফায়ার ফোর্স জানিয়েছে, এই সপ্তাহান্তে বিশেষত বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসতে পারে। সেই সময়ে বাসিন্দাদের নিরাপদে ড্রাইভিংয়ের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টির এই সময় পিচ্ছিল রাস্তায় হঠাৎ ব্রেক না করা, সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, টায়ার ভালো আছে কিনা তা পরীক্ষা করা এবং হড়কাবানের এলাকা এড়িয়ে চলা। কুয়েতে ১১ ডিসেম্বর পর্যন্ত ঝড়-বৃষ্টি-বজ্রপাতের এমন আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে পূ্র্বাভাসে। এমন সময়ে কুয়েতের ফায়ার ফোর্স আপদকালীন অবস্থায় প্রস্তুত থাকলেও নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

Logo