হজে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ছবি তোলা নিষিদ্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮
সৌদি আরব ঘোষণা করেছে, আগামী ২০২৬ সালের হজ মৌসুমে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর ভেতরে ছবি তোলা ও ভিডিও ধারণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এ সংবাদ প্রকাশ করেছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র স্থানের মর্যাদা রক্ষা এবং হাজিদের অনুভূতির প্রতি সম্মান জানাতেই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ছবি ও ভিডিও করার প্রবণতা বেড়ে যাওয়ায় ভিড় বাড়ছে এবং ইবাদত ও ধর্মীয় রীতিনীতি পালনে ব্যাঘাত ঘটছে। হাজিদের যেন শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশে ইবাদত করার সুযোগ থাকে এবং অন্যদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা পায় এটাই মূল লক্ষ্য।
২০২৬ সালের হজে যারা নির্বাচিত হবেন (লটারি-জয়ী), তাদের জন্য এ নিয়ম মানা বাধ্যতামূলক। মোবাইল ফোন বা ক্যামেরা যে কোনো ডিভাইস ব্যবহার করেই দুই পবিত্র মসজিদের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ নির্দেশনা কার্যকর করতে নতুন নজরদারি ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি হাজিদের সচেতন করতে এবং মসজিদের আদব-কায়দা স্মরণ করিয়ে দিতে বিশেষ মাঠপর্যায়ের দল নিয়োজিত থাকবে।
সৌদি কর্তৃপক্ষের মতে, দুই পবিত্র মসজিদের নিয়ম-কানুন মেনে চলা প্রতিটি মুসলিমের জন্যই ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। তাই ছবি তোলা বন্ধ করে ইবাদতের পরিবেশকে আরো পবিত্র ও শান্তিপূর্ণ রাখার আহ্বান জানানো হয়েছে।
logo-1-1740906910.png)