Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৮ ডিসেম্বর ২০২৫

জেদ্দা ও মক্কায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৯:১৮

জেদ্দা ও মক্কায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস

সৌদি আরব

জেদ্দা ও মক্কায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস

সৌদি আরবের জেদ্দা ও মক্কা গভর্নরেটের নানা এলাকায় প্রবল বৃষ্টিপাতের কথা জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এর মধ্যে বৃষ্টির ধাক্কা মক্কায় বেশি লাগবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি বেশি হলে হড়কাবানের আশঙ্কার কথাও জানানো হয়েছে। বৃষ্টির সাথে শিলাবৃষ্টি, ঘূর্ণিবায়ু হতে পারে বলে সতর্ক করা হয়েছে। জেদ্দা, মক্কা ছাড়াও আল কামিল, আদাম, রাবি, খুলাইস, বাহরাহ এলাকায় সোমবার থেকে বুধবার পর্যন্ত এমনই নাটকীয় আবহাওয়া থাকতে পারে।

এদিকে তাবুকের অনেক পাহাড়ি রাস্তা পাথর ধসের কবলে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সড়কে সিংকহোলের মতো গর্তের সৃষ্টি হয়েছে।

অনেক জায়গায় পানির তোড়ে সড়ক ভেসে গেছে। সৌদির আবহাওয়া দপ্তর মদিনা, আল জৌফ, নর্দার্ন বর্ডার্স, হেইল, কাসিম এলাকাতেও মাঝারি থেকে ভারি বৃষ্টিতে বন্যার সতর্কতা জানিয়েছে।

এদিকে, বৃষ্টির কারণে মদিনায় স্কুল-কলেজের ক্লাস অনলাইনে হবে বলে জানানো হয়েছে। ঝড়-বন্যার এই সময়ে সৌদিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা দরকার।  


কাতার

কাতারে কুয়াশার সতর্কতা

ডিসেম্বর শুরুর সাথে সাথে কাতারেও অফিসিয়ালি শীত ঋতু শুরু হয়েছে। আবহাওয়া অতটা খারাপ না হলেও এ সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কাতারে। দ্য পেনিনসুলার খবরে বলা হয়েছে, শুক্রবার বৃষ্টি হতে পারে। দেশটির আবহাওয়া অফিস  জানিয়েছে, সোমবার থেকে রাতে শীত বাড়বে, সাথে কিছু এলাকায় কুয়াশাচ্ছন্ন থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ সময় দৃষ্টিসীমা কমে আসতে পারে। ফলে এই সময়ে বিশেষত রাতে ও সকালে ড্রাইভিংয়ের পরামর্শ দেওয়া হয়েছে।


কুয়েত

মাদকের বিরুদ্ধে অভিযান, বিভিন্ন দেশের ৯ প্রবাসী আটক

কুয়েতে মাদকবিরোধী অভিযানে বিভিন্ন দেশের ৯ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে। নভেম্বর মাস থেকে কুয়েতে জোরেশোরে শুরু হয়েছে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান। এমনকি শুনশান মরুর বুকে অস্থায়ী তাঁবু লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে। কিছু এলাকায় মাদক সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে কুয়েতের নিরাপত্তা বাহিনী। আল সালমি মরু এলাকায় এমনি অভিযানের খবর দিয়ছে আরব টাইমস। এই সময়ে কুয়েতে থাকা প্রবাসীদের সব রকম মাদক থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে প্রবাসী বাংলাদেশিরা সবাইকে কুয়েতের আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। 


সংযুক্ত আরব আমিরাত

প্রবাসী এক বাংলাদেশি জিতলেন আড়াই লাখ দিরহাম

একদিনের ব্যবধানে দুবাইয়ে আরেক প্রবাসী বাংলাদেশি লটারিতে আড়াই লাখ দিরহাম জিতেছেন, যা বাংলাদেশি মুদ্রায় ৮৩ লাখ টাকার বেশি। 

আজমানের বাসিন্দা মুহাম্মদ মহিন পেশায় একজন কাঠমিস্ত্রি। বিগ টিকিটে এবারই তার প্রথম টিকিট কেনা এবং লটারি জেতা।

মহিন জানিয়েছেন, লটারি জেতার টাকা তিনি তার পরিবারের ৭২ জন সদস্যদের মধ্যে ভাগ করে দেবেন। এর আগে ৬ ডিসেম্বর আবুধাবির কবির সরকারও লটারিতে ৮৩ লাখ টাকা জিতেছিলেন।আমিরাতে একের পর এক বাংলাদেশি লটারিতে বিপুল পরিমাণ দিরহাম জেতায় এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  



Logo