Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে MyGov অ্যাপে যুক্ত হলো ১৪টি নতুন ই-সেবা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৬

বাহরাইনে MyGov অ্যাপে যুক্ত হলো ১৪টি নতুন ই-সেবা

বাহরাইনের নাগরিক ও বাসিন্দাদের সুবিধার্থে MyGov অ্যাপে ১৪টি নতুন ই-সেবা যোগ করেছে দেশটির Information & eGovernment Authority (iGA)। নতুন সেবাগুলোর সংযোজনের পর মোট ই-সেবার সংখ্যা দাঁড়িয়েছে ১১১টি, যা ফেব্রুয়ারি ২০২৫ সালে অ্যাপের উদ্বোধনের পর থেকে একযোগে কার্যকর হয়েছে।

আইজিএ জানিয়েছে, নতুন সেবাগুলো নাগরিকদের দৈনন্দিন সরকারি কার্যক্রম আরো সহজ ও দ্রুত করতে সহায়ক হবে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো Personal Bill Payment, যা ব্যবহারকারীদের একাধিক বিল একবারে পরিশোধের সুবিধা দেবে। এছাড়া রয়েছে Fael Khier, যা হিউম্যানিটারিয়ান ও দাতব্য কার্যক্রমের জন্য একটি বিশেষ সেবা।

নতুন সেবার মধ্যে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের জন্যও কিছু ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা এখন অ্যাপের মাধ্যমে জাকাত ও দান প্রদান, মসজিদের অবস্থান ও রমজান মজলিসের তথ্য, নামাজের সময়সূচি, কিবলা নির্দেশনা এবং চাঁদ পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য সহজে জানতে পারবেন। এছাড়া গ্রেগোরিয়ান ও হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত তথ্যও অ্যাপে উপলব্ধ থাকবে।

আইজিএ আরো জানিয়েছে, নাগরিকরা মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা আপডেট, টিকাকরণের রেকর্ড দেখা ও ডাউনলোড এবং অ্যাথলেটদের স্বাস্থ্য সার্টিফিকেট প্রদর্শন করতে পারবেন। এসব সুবিধা নাগরিক ও বাসিন্দাদের জন্য সরকারের ডিজিটাল সেবা আরো সহজলভ্য ও স্বচ্ছ করার লক্ষ্যকে সামনে রাখে।

MyGov অ্যাপটি মূলত বাহরাইনের জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক ও বাসিন্দারা একটি কেন্দ্রীভূত পোর্টালের মাধ্যমে সরকারি সেবার সব তথ্য ও কার্যক্রম এক জায়গায় দেখতে ও ব্যবহার করতে পারবেন। iGA-এর পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাপের মাধ্যমে সরকারি সেবাগুলোতে নাগরিকদের সুবিধা, স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।

iGA আশা করছে, নতুন এই সেবাগুলো নাগরিকদের দৈনন্দিন জীবনকে আরো সহজ করবে এবং ডিজিটাল সরকারের দিকে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। নাগরিকরা এখন থেকে মোবাইল ফোন বা ট্যাবলেটের মাধ্যমে যে কোনো স্থানে বসেই সরকারি সেবা পেতে সক্ষম হবেন, যা সময় ও পরিশ্রম উভয়ই বাঁচাবে।

Logo