Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে ভিসামুক্ত সুযোগে ১০০ দেশ, নেই বাংলাদেশের নাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১

ওমানে ভিসামুক্ত সুযোগে ১০০ দেশ, নেই বাংলাদেশের নাম

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, আগামী বছর থেকে ফিলিপাইনকে পর্যটন ভিসামুক্ত দেশের তালিকায় যুক্ত করা হবে। আন্তর্জাতিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৈচিত্র্যকরণের কৌশলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে ওমান।

ওমান এখন ১০০টিরও বেশি দেশের নাগরিকদের জন্য ১৪ দিন পর্যন্ত ভিসা‑ফ্রি ভ্রমণের সুযোগ দিচ্ছে। এই সিদ্ধান্ত পেল বিশ্বব্যাপী ভ্রমণ সহজ করার প্রচেষ্টার অংশ হিসেবে।

কোন দেশগুলোর ভিসা‑ফ্রি:

ভিসামুক্ত তালিকায় রয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া এবং অন্যান্য অঞ্চলের বহু দেশ। উদাহরণ হিসেবে-

ইউরোপ: যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস, পোল্যান্ড, গ্রিস ইত্যাদি। 

এশিয়া-এশিয়া প্রশান্ত: চীন (হংকং, ম্যাকাওসহ), জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইরান, ইরাক, ইত্যাদি।

উত্তর ও দক্ষিণ আমেরিকা: যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, কলোম্বিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে, ইকুয়েডর, চিলি, ভেনেজুয়েলা প্রভৃতি দেশ। 

আফ্রিকা তথা মধ্যপ্রাচ্যের কিছু দেশও তালিকায় আছে, যেমন মিসর, মরক্কো, মোরিতানিয়া, আলজেরিয়া।

এছাড়া যদি কোনো ব্যক্তি জিসিসি (GCC) সদস্য দেশগুলোর রেসিডেন্ট হন, যেমন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন; তাহলে তারা ওমানে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। 

কয়েকটি দেশ যেমন ইন্ডিয়া, ভিয়েতনাম, মিসর, মরক্কো প্রভৃতি; তারা কন্ডিশনাল ভিসা-ফ্রি সুবিধা পাচ্ছে। অর্থাৎ তাদের নাগরিক যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সেনজেন, অস্ট্রেলিয়া বা জাপানের বৈধ ভিসা বা রেসিডেন্সি রাখেন বা তারা জিসিসি দেশে বসবাসকারী হোন, তাহলে ১৪ দিন ভিসা‑ফ্রি ভ্রমণ করতে পারবেন।

কেন কিছু তৃতীয় বিশ্বের দেশ রয়েছে, কিন্তু বাংলাদেশ নেই:

তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে যেমন ভারত, মিসর, মরক্কো, ভিয়েতনাম, লাওস অর্থাৎ বহু উন্নয়নশীল বা তৃতীয় বিশ্বের দেশ রয়েছে। 

কিন্তু বাংলাদেশ এই তালিকায় অন্তর্ভুক্ত নয়। এর পেছনে হয়তো রয়েছে বাংলাদেশি যাত্রা, অভিবাসন, নিরাপত্তা বা প্রশাসনিক কারণ অথবা কনডিশনাল নিয়মাবলিতে বাংলাদেশকে ভাতা দেওয়া হয়নি। যদিও নিশ্চিত ব্যাখ্যা সরকারি নয়, এটিই নির্দেশ করে যে, ভিসামুক্ত প্রোগ্রামে সব “তৃতীয় বিশ্ব” দেশই স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত নয়।

এ কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য এখনো ওমানে ভিসা আবেদন করাই বাধ্যতামূলক।

Logo