মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৭ ডিসেম্বর ২০২৫
অনলাইনে অবৈধ কনটেন্ট, ৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১
বাহরাইন
অনলাইনে অবৈধ কনটেন্ট, ৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা
বাহরাইনে সামাজিক মাধ্যম ব্যবহার করে বিদ্বেষমূলক কনটেন্ট পোস্টের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এই ব্যক্তিরা সামাজিক মাধ্যমে এমন পোস্ট এবং কমেন্টস করেছেন, যা নাগরিক ও সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে। এমন মন্তব্য বাহরাইনের শান্তি ও সামাজিক স্থিতিশীলতার জন্য সৃষ্টি করছে হুমকি। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।
পুলিশ জানিয়েছে, যে কেউ এ রকম অবৈধ ও ঘৃণার কনটেন্ট ছড়ালে তার বিরুদ্ধে নেওয়া হবে উপযুক্ত আইনি ব্যবস্থা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একদিকে সামাজিক মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ও জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালাচ্ছে, অন্যদিকে দেশের সামাজিক মূল্যবোধ, আইন ও শৃঙ্খলা রক্ষার গুরুত্বের ওপর জোর দিচ্ছে।
মন্ত্রণালয় সতর্ক করেছে, অনলাইনে ঘৃণা ছড়ানো, বিভেদ সৃষ্টি করা এবং সমাজের নিরাপত্তা বিঘ্নিত করা যে কোনো কাজ কঠোরভাবে দমন করা হবে। বাহরাইনের নাগরিক ও সেখানে বসবাসকারী প্রবাসীরা যেন সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীল আচরণ বজায় রাখেন, সেটাই মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য।
সৌদি আরব
সৌদিতে ১৯,৭৯০ জন অবৈধ বাসিন্দা গ্রেফতার
সৌদি আরবে এক সপ্তাহের মধ্যে অভিবাসন, শ্রম ও সীমান্ত আইন ভাঙার দায়ে ১৯ হাজার ৭৯০ জন অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের নাগরিক। তবে এদের বেশির ভাগই এসেছেন ইয়েমেন ও ইথিওপিয়া থেকে। যাদের বিরুদ্ধে শুরু হয়েছে আইনি ব্যবস্থা। সৌদি গেজেট এ খবর দিয়েছে।
দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১১ হাজার ১৪৮ জনকে সৌদি থেকে বহিষ্কার করা হয়েছে। ২১ হাজার ৮০৫ জন আইন লঙ্ঘনকারীকে তাদের নিজ নিজ দূতাবাস থেকে ট্রাভেল পাস নিতে বলা হয়েছে।
সৌদি আরব নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালনা করে, যাতে শ্রমবাজার নিয়ন্ত্রণে থাকে এবং অবৈধ অভিবাসন প্রতিরোধ করা যায়। সৌদি আরবে সীমান্ত ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রয়েছে কঠোর শাস্তির বিধান। তাই এ বিষয়ে সেখানে অবস্থানকারী বাঙালি প্রবাসীদের সচেতন থাকা অত্যন্ত জরুরি।
সংযুক্ত আরব আমিরাত
লটারিতে ৮৩ লাখ টাকা জিতলেন এক প্রবাসী বাংলাদেশি
আমিরাতে লটারিতে এক বাংলাদেশি প্রবাসী জিতেছেন আড়াই লাখ দিরহাম সমমানের ৮৩ লাখ টাকা। কবির সরকার নামের ৪২ বছর বয়সী এই প্রবাসী বাংলাদেশি প্রায় ২০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন।
খালিজ টাইমসের খবরে জানানো হয়, আবুধাবির মুসাফাহ এলাকায় একটি রেস্তোরাঁ পরিচালনা করেন কবির। লটারিতে পাওয়া অর্থ দিয়ে আরো একটি রেস্তোরাঁ খোলার পরিকল্পনা তার।
কবির জানান, দেড় বছর আগে থেকে তিনি বিগ টিকিটে অংশ নিতে শুরু করেন। অন্য বাংলাদেশিদের লটারি জেতার খবর দেখে তিনিও উৎসাহ পান। এবারের ড্র নিয়ে তার আত্মবিশ্বাসও ছিল প্রবল।
কবিরের এই জয় শুধু তার নিজের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নয়, প্রবাসী কমিউনিটিগুলোতেও আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে।
কুয়েত
কুয়েতের মরুর মাঠে ফলল টমেটো
কুয়েতের মরুর মাঠে ফলল টমেটো। বাজারজাতকরণও শুরু হচ্ছে সেই টমেটোর।
দক্ষিণ কুয়েতের ওয়াফ্রা এলাকার স্থানীয় তরুণ কৃষক আবদুল্লাহ মোহাম্মদ আল-মুতাইরির চাষ করা এই টমেটো সাধারণ গ্রিনহাউসের তুলনায় স্বাদে বেশি রসালো, পুষ্টিগুণে সমৃদ্ধ এবং আকৃতিতে সুন্দর। আরব টাইমস এ খবর দিয়েছে।
কৃষক আবদুল্লাহ মোহাম্মদ আল-মুতাইরি জানিয়েছেন, কুয়েতের স্থানীয় আবহাওয়ায় গ্রিনহাউসে টমেটো নিচে বিছিয়ে চাষ করলে ফল ছোট হয় এবং সংক্রমণের ঝুঁকি বেশি থাকে, কিন্তু উঁচু জমিতে চাষ করলে ফল বড়, রঙে উজ্জ্বল এবং আকৃতিতে হয় আকর্ষণীয়। তিনি আরো বলেন, এই টমেটো আগামী এপ্রিল পর্যন্ত এবং রমজানের সময়ও সাধারণ ক্রেতাদের জন্য পাওয়া যাবে কম দামে। স্থানীয় বাজারের খুচরা বিক্রেতারা ইতোমধ্যেই তার ফসল কেনা শুরু করেছেন, যা ক্রেতাদের মধ্যেও তৈরি করেছে উৎসাহ।
logo-1-1740906910.png)