Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বিগ টিকিটে ৮৩ লাখ টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২

বিগ টিকিটে ৮৩ লাখ টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জনপ্রিয় বিগ টিকিট লটারিতে ৮৩ লাখ টাকা সমমূল্যের পুরস্কার জিতেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ কবির হোসাইন। ৪২ বছর বয়সী এই প্রবাসী প্রায় ২০ বছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন।

খালিজ টাইমসের খবরে জানানো হয়, আবুধাবির মুসাফাহ এলাকায় একটি রেস্তোরাঁ পরিচালনা করেন কবির। লটারিতে পাওয়া অর্থ দিয়ে আরো একটি রেস্তোরাঁ খোলার পরিকল্পনা তার।

কবির জানান, দেড় বছর আগে থেকে তিনি বিগ টিকিটে অংশ নিতে শুরু করেন। অন্য বাংলাদেশিদের লটারি জেতার খবর দেখে তিনিও উৎসাহ পান। এবারের ড্র নিয়ে তার আত্মবিশ্বাসও ছিল প্রবল।

তিনি বলেন, “আমি নিশ্চিত ছিলাম, এবার আমি জিতব। পুরস্কার ঘোষণার দুই মিনিট আগে বন্ধু আমাকে বলেছিল, ‘তুমিই জিতবে’। পরে সত্যিই দেখি, আমিই জিতেছি।”

আরব আমিরাতে স্ত্রী, মেয়ে ও ভাইকে নিয়ে থাকেন কবির। লটারি জয়ের পর মজা করে বলেন, “আমার স্ত্রী রেগে ছিল; কিন্তু এখন এটি তাকে খুশিই করবে”।

Logo