Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল এখন দুবাইয়ের সিয়েল টাওয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল এখন দুবাইয়ের সিয়েল টাওয়ার

দুবাই আবারো উচ্চতার নতুন রেকর্ড গড়ল। বিশ্বের আকাশছোঁয়া ভবনের শহর দুবাই এবার উদ্বোধন করল বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল ‘সিয়েল টাওয়ার’। ৩৭৭ মিটার উঁচু এই টাওয়ার এখন বৈশ্বিক মানচিত্রে সবচেয়ে উঁচু হোটেল হিসেবে নাম লিখিয়েছে।

সিয়েল টাওয়ারের নির্মাতা প্রতিষ্ঠান দ্য ফার্স্ট গ্রুপ। তাদের প্রধান নির্বাহী রব বার্নস জানিয়েছেন, মূল লক্ষ্য ছিল কিছু বিশেষ ও চমৎকার নির্মাণ করা। কিন্তু শেষ পর্যন্ত সেটি বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল হয়ে যাবে, তা তাদের প্রত্যাশার বাইরে ছিল।

কারণ, ভবনটি দাঁড়িয়ে আছে মাত্র ৩ হাজার ৬০০ বর্গমিটার জায়গায়, দুবাইয়ের হিসাবে খুবই ছোট প্লট। এই সীমাবদ্ধতার মধ্যে স্থপতি ইয়াহিয়া জান ‘ছোট জায়গায় বড় স্বপ্ন’ বাস্তবায়ন করেছেন কাচ ও ইস্পাতের সমন্বয়ে।

দুবাই মারিনায় অবস্থিত এই ৮২ তলার হোটেলে রয়েছে ১,০০৪টি গেস্ট রুম। অন্যান্য বিলাসবহুল রিসোর্টের তুলনায় ঘরগুলো তুলনামূলক ছোট হলেও প্রতিটি ঘর থেকেই দেখা যাবে-

দুবাই মারিনা

পাম জুমেইরা

বিস্তৃত আরব উপসাগর

লবিটি জায়গায় ছোট হলেও ওপরে উঠলেই মিলবে খোলা আকাশ ও অপার দিগন্তের দৃশ্য।

সিয়েল টাওয়ারের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো ভবনের মাঝ বরাবর তৈরি বিশাল খোলা জায়গা, যাকে বলা হচ্ছে ‘সুইয়ের চোখ’।

এটি

ভবনের সৌন্দর্য বাড়িয়েছে

বাতাসের তীব্র চাপ সামলাতে সাহায্য করছে

আকাশচুম্বী স্থাপনার স্থিতিশীলতা বাড়িয়েছে

প্রতি ৬-৮ তলায় রয়েছে ছোট অ্যাট্রিয়াম- গাছপালা, আলো ও খোলা জায়গার সমন্বয়ে তৈরি ‘উল্লম্ব পার্ক’, যেখানে জিম, রেস্টুরেন্ট ও বিশ্রাম এলাকাগুলো ভাগ করে দেওয়া হয়েছে।

৭৬ তলায় স্কাইপুল, আকাশের সঙ্গে মিলেমিশে থাকা নীল পানি

এই হোটেলের অন্যতম আকর্ষণ ৭৬ তলার ইনফিনিটি স্কাইপুল।

খুব বড় না হলেও এর নকশা এমনভাবে করা হয়েছে, যেন মনে হয় পানির রেখা সরাসরি আকাশে গিয়েছে।

৭৪, ৭৬ ও ৮১ তলায় তিনটি আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ থেকে পুরো মারিনার দৃষ্টিনন্দন দৃশ্য দেখা যায়।

দুবাইয়ের ইতিহাস বলছে, শহরটি নিজের রেকর্ড নিজেই ভাঙতে ভালোবাসে। তাই সিয়েল টাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল হিসেবে কতদিন শীর্ষে থাকবে, সেটাই এখন দেখার বিষয়।

Logo