মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৬ ডিসেম্বর ২০২৫
প্রবাসী কর্মীদের ফ্ল্যাটে হামলা, বিচার শুরুর ঘোষণা এশিয়ান কর্মীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩
বাহরাইন
প্রবাসী কর্মীদের ফ্ল্যাটে হামলা, বিচার শুরুর ঘোষণা এশিয়ান কর্মীর
বাহরাইনে প্রবাসী কর্মীদের ফ্ল্যাটে হামলা, হুমকি ও মারধরের ঘটনায় দুই এশিয়ানের বিচার শুরু হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ভোরবেলায় মানামার একটি কর্মীদের ফ্ল্যাটে ঢুকে গিয়ে সাত থেকে আটজন এশিয়ান পুরুষ চারজনকে মারধর শুরু করে। আক্রমণকারীরা তাদের ধাক্কা দিয়ে ফ্ল্যাটে ঢুকে পড়ে, তাদের মূল্যমান জিনিসপত্র লুটে নেয়। কিন্তু ঘটনাস্থলেই আক্রমণকারীদের একজনকে ধরে ফেলেন কর্মীরা। পরে আরো একজনকে গ্রেফতার করে মানামা পুলিশ। আক্রমণকারীদের বিরুদ্ধে সম্পদ ও মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে। কর্মীদের এশিয়ান বলা হলেও তারা কোন দেশের কর্মী, তা জানানো হয়নি।
এই দুজনকে প্রথম উচ্চ ফৌজদারি আদালতে হাজির করা হয়েছে এবং ৭ ডিসেম্বর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
কুয়েত
কুয়েতে এবার শীত আসবে দেরিতে
কুয়েতে শীতের পূর্ণাঙ্গ আমেজ শুরু হতে চলেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ সপ্তাহে দিনের তাপমাত্রা হবে স্বস্তিদায়ক। তবে সন্ধ্যার পর থেকে রাতের দিকে তাপমাত্রা কমে শীত অনুভব বাড়বে। কিছু এলাকায় পড়বে কুয়াশা। ৬ ডিসেম্বর থেকে রাতের তাপমাত্রা নেমে যাবে ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসে। আর দিনের তাপমাত্রা থাকবে ২৫-২৫ ডিগ্রির মধ্যে। তবে কুয়েতে তীব্র শীতের আগমন কিছুটা দেরিতে মধ্য ডিসেম্বর থেকে শুরু হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে এবং এই শীতের আবেশ স্থায়ী থাকবে জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত। দেশটির আবহাওয়াবিদ জানিয়েছেন, এখন খানিকটা শীত স্বস্তিদায়ক হলেও জানুয়ারিতে নামবে কনকনে ঠান্ডা।
সৌদি আরব
সৌদিতে বজ্রঝড়ের পূর্বাভাস
সৌদি আরবের আবহাওয়া দপ্তর ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত দেশটির বড় অংশে বজ্রপাতসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে। সৌদি গেজেটের খবরে আরো বলা হয়েছে, এই সময়ে ধুলার ঝড়, শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া পাহাড়ি ও উপত্যকা-ভূমি, উপকূল ও নিচু এলাকাগুলোতে বন্যা বা হঠাৎ প্লাবনের আশঙ্কা রয়েছে। আসীর, আল বাহা, মক্কা, মদিনা, তাবুক, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এই আবহাওয়ার কবলে থাকবে।
সৌদির সিভিল ডিফেন্স এই বলে সাধারণ মানুষকে সতর্ক করেছে, এই সময়ে উপত্যকায় হড়কাবান হতে পারে। পথঘাট হঠাৎ বানের পানিতে তলিয়ে যেতে পারে। নাটকীয় এই আবহাওয়ার সময়ে নদীতে বা অগভীর পানিতে সাঁতার কাটতে নিষেধ করা হয়েছে। এ সময়ে নাগরিক ও প্রবাসীদেরর বিশেষভাবে সতর্কও করা হয়েছে।
logo-1-1740906910.png)