Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে রেড সি উৎসবে তারার মেলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫

সৌদি আরবে রেড সি উৎসবে তারার মেলা

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে বর্ণাঢ্য রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫। লোহিত সাগরের তীরে আয়োজিত এই উৎসব অল্প সময়েই বিশ্বের শীর্ষ চলচ্চিত্র ইভেন্টগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। উদ্বোধনীতে লালগালিচায় উপস্থিত ছিলেন হলিউড ও বলিউডের বহু তারকা।

বিশেষভাবে নজর কাড়েন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। হলিউড তারকা ডাকোটা জনসন ও জেসিকা অ্যালবার সঙ্গে তার হাসিমুখের কথোপকথনের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা এই তিন তারকার একসঙ্গে উপস্থিতিকে আনন্দদায়ক মিলন হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের সঙ্গে ছিলেন রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারওম্যান জমানা আল রশিদ।

উদ্বোধনী দিনে ঐশ্বরিয়ার আভিজাত্যপূর্ণ উপস্থিতি আলোচনায় আসে। তিনি সাদা-কালো ব্লেজার স্টাইলের পোশাক পরেছিলেন, যার সোনালি কারুকাজ ছিল বিশেষ আকর্ষণ। পরে তিনি উৎসবের আরেকটি আয়োজনে কালো সিল্ক গাউনে হাজির হন, সঙ্গে পান্নার নেকলেস ও স্মোকি আই মেকআপ, যা ফ্যাশনপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।

উৎসবের অতিথিদের অভ্যর্থনা জানান জমানা আল রশিদ ও উৎসব পরিচালক মোহাম্মদ আল-তুর্কি। এ বছর ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, ব্রিটিশ কিংবদন্তি মাইকেল কেইনসহ কয়েকজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

বলিউড থেকে ঐশ্বরিয়ার পাশাপাশি উপস্থিত রয়েছেন কৃতি স্যানন। শুক্রবার একটি বিশেষ সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

রেড সি উৎসবের লালগালিচা সবসময়ই তারকাদের মিলনমেলায় পরিণত হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। হলিউড ও বলিউডের পাশাপাশি আরব বিশ্বের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরাও অংশ নিয়েছেন। উৎসবের বিভিন্ন সেশন ও প্রদর্শনীতে তারা নিজেদের অভিজ্ঞতা ও সৃজনশীল কাজ দর্শকদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।

মাত্র পাঁচ বছরে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। সৌদি আরবের সাংস্কৃতিক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে এই আয়োজন।

Logo