মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৫ ডিসেম্বর ২০২৫
বাহরাইনে মানব পাচারের অভিযোগে এশিয়ান নারী বিচারের মুখোমুখি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ২০:০৩
বাহরাইন
মানব পাচারের অভিযোগে এশিয়ান নারী বিচারের মুখোমুখি
বাহরাইনে মানব পাচারের অভিযোগে এক এশীয় নারীকে আদালতে তোলা হচ্ছে। দেশটির পাবলিক প্রসিকিউশন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত নারী তার দেশেরই এক তরুণীকে জোরপূর্বক শোষণ ও পাচারের সঙ্গে জড়িত ছিল। মামলাটি আগামী ৭ ডিসেম্বর শুনানির জন্য নির্ধারিত হয়েছে।
অভিযোগ অনুযায়ী, তরুণীটিকে অবৈধ কর্মকাণ্ডে বাধ্য করা হচ্ছিল। যার বিনিময়ে সেই নারী অর্থ নিচ্ছিলেন। সেই এশিয়ান নারী কোন দেশের নাগরিক এবং তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
বাহরাইনে মানব পাচারকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এ ধরনের অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলে এ ধরনের অপরাধ প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা ও কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে উৎসবে গাড়ি জিতেছেন বাংলাদেশি শ্রমিক
সংযুক্ত আরব আমিরাতের ঈদ উল ইতিহাদ উৎসবে র্যাফেল ড্রতে নতুন একটি গাড়ি জিতেছেন বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ সোজাল মেন্টু। আমিরাতে কর্মরত এই কার্পেন্টার প্রতিদিনের মতোই কাজ শেষে উৎসবস্থলে নামাজ আদায় করতে গিয়েছিলেন। নামাজ শেষে র্যাফেল ড্রয়ের ফল ঘোষণা হতেই তিনি শুনতে পান নিজের নাম। মুহূর্তেই আনন্দে শিউরে ওঠেন মেন্টু। সহকর্মীদের সঙ্গে দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে তিনি উদযাপন করেন তার এই অপ্রত্যাশিত প্রাপ্তি। খালিজ টাইমস এ খবর দিয়েছে।
৩২ বছর বয়সী মেন্টু জানিয়েছেন, গাড়িটি নিজের ব্যবহারের জন্য না রেখে দেশে বিক্রি করে একটি ছোট মুদি দোকান খোলার ইচ্ছা আছে তার। দীর্ঘদিনের প্রবাসজীবনের পরে পরিবারকে নিরাপদ ও স্থায়ীভাবে সহায়তা করার স্বপ্নই তার এখন প্রধান লক্ষ্য। মেন্টু বলেন, তিনি কখনো ভাবেননি যে গাড়ি পাবেন। এটা তার জীবনে আল্লাহর বড় দান।
আমিরতের জাতীয় দিবসে মানবসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই উৎসবে বিভিন্ন কোম্পানির আড়াই লাখেরও বেশি শ্রমিক অংশ নেয়। উৎসবজুড়ে ছিল সাংস্কৃতিক আয়োজন, প্রতিযোগিতা, উপহার বিতরণ, ড্রোন শোসহ নানা বিনোদনের ব্যবস্থা। শ্রমিকদের জন্য এমন আয়োজন শুধু আনন্দই নয়, অনেকের জীবনে নিয়ে আসে নতুন সম্ভাবনার পথ। মেন্টুর পুরস্কার জয় সেই সম্ভাবনারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।
কুয়েত
যত্রতত্র ময়লা ফেললে দিতে হবে জরিমানা
কুয়েত মিউনিসিপ্যালিটি শহরের পরিচ্ছন্নতা রক্ষায় অভিযান শুরু করেছে, যার জেরে অভিযুক্তদের দিতে হবে জরিমানা। রাজধানীসহ সব গভর্নরেটে অভিযান পরিচালিত হয়েছে, যার মূল লক্ষ্য শহরের সৌন্দর্য, নাগরিক সুরক্ষা এবং জনস্বাস্থ্যের মান উন্নয়ন করা। অভিযানে পরিত্যক্ত গাড়ি, নৌকা, বাণিজ্যিক কন্টেইনার, রাস্তা ও ফুটপাতে বাধা সৃষ্টি করা লোহার কাঠামোসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ বস্তু সরিয়ে ফেলা হয়েছে। আরব টাইমস এ খবর দিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানে ৪৮টি আইন লঙ্ঘনের ঘটনা চিহ্নিত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের জরিমানা ও নোটিশ জারি করা হয়েছে। এছাড়া পুরোনো ১৩৪টি ডাস্টবিন সরিয়ে নতুন ১৪২টি বিন স্থাপন করা হয়েছে, যাতে নাগরিকরা সহজেই ময়লা ফেলার সুযোগ পায় এবং শহর আরো পরিষ্কার থাকে।
logo-1-1740906910.png)