Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতের উম্মুল কুইনে প্রবাসীদের বর্ণিল ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ২১:২০

আমিরাতের উম্মুল কুইনে প্রবাসীদের বর্ণিল ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উদযাপনকে কেন্দ্র  করে আয়োজিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের এক বর্ণিল ক্রীড়া মহোৎসব। আজমানের বাংলাদেশি তৈরি পোশাক আমদানিকারকদের ক্রীড়া সংগঠন বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট।

উম্মুল কুইনের একেআর স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত দিনব্যাপী আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলাধুলার মাধ্যমে কমিউনিটিকে একত্রিত করার পাশাপাশি শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি বৃদ্ধি ও অপরাধ প্রবণতা কমানোও ছিল এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।

ফুটবলের ফাইনাল ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে লাল দল ২-১ গোলে সবুজ দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয় লাল, সবুজ, নীল এবং সাদা। দলগুলোর নেতৃত্বে ছিলেন লাল দলের তৈয়ব, সবুজ দলের আশরাফ, নীল দলের পরান এবং সাদা দলের সালেহ উদ্দিন।

অন্যদিকে ক্রিকেটে মুখোমুখি হয় টিম জুনিয়র বনাম টিম সিনিয়র। রোমাঞ্চকর এ ম্যাচে টিম জুনিয়র ২ উইকেট ও ১ বল হাতে রেখে জয়লাভ করে। ক্রিকেটে জুনিয়র দলের নেতৃত্বে ছিলেন সোহাগ এবং সিনিয়র দলের ক্যাপ্টেন ছিলেন কাওসার।

টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন (সিআইপি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন আজমানের সভাপতি এম এ কুদ্দুস, সাধারণ সম্পাদক কামাল হোসেন সুমন। এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট পরিচালনা ও মাঠ ব্যবস্থাপনায় ছিলেন খোন্দকার আল মাহদী, মো. সালেহ উদ্দিন রাজু, মো. শাহপরানসহ আরো অনেকে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে লাল দল ২–১ গোলে সবুজ দলকে পরাজিত করে এবং ক্রিকেটে টিম জুনিয়র বনাম টিম সিনিয়র ম্যাচে , টিম জুনিয়র ২ উইকেট এবং ১ বল হাতে রেখে জয়লাভ করে। টুর্নামেন্টে ((ফুটবল) মোট চারটি দল অংশ নেয়। দলগুলোর নেতৃত্ব দেন প্রবাসী  লাল দলের তৈয়ব , সবুজ দলের ক্যাপ্টেন  আশরাফ, নীল দলের ক্যাপ্টেন পরান এবং সাদা দলের ক্যাপ্টেন সালেহ উদ্দিন। এছাড়াও ক্রিকেটে টিম (জুনিয়র) এর ক্যাপ্টেন ছিলেন সোহাগ এবং টিম সিনিয়র দলের ক্যাপ্টেন ছিলেন কাওসার।টিম ম্যানেজার যথাক্রমে মাকসুদুর রহমান বিপ্লব, হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম , ওমর ফারুক।

টূর্ণামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেনঃ খোন্দকার আল মাহদী, মো সালেহ উদ্দিন রাজু মো শাহপরান, মো আশরাফ ,মো ইমরুল ,মীর তৈয়ব ,জহিরুল ইসলাম , মো সোহাগ আহমেদ, রাজীব, মো সাজ্জাদ, মো মেজবাহ, মো মোশাররফ, মো কাউসার, আরিফ শেখ, মো শিহাব, মো ফরহাদ, মো মিনহাজ, মুন্না, রিয়াদ, ইব্রাহীম, সুজনসহ আরো অনেকে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুটবলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এমরান আহমেদ ও আশরাফ হোসেন। ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হন সোহাগ আহমেদ। টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার নির্বাচিত হন জহিরুল ইসলাম এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন আহাদ।

চার দলের খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে এবং বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া সংগঠনের নবনির্বাচিত কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

আয়োজক কমিটি জানায়, এ আয়োজনের মাধ্যমে সম্মান জানানো হয়েছে আরব আমিরাতের জাতীয় দিবসকে। পাশাপাশি প্রবাসী তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, মাদকবিরোধী প্রচারণা চালানো এবং কমিউনিটিতে ভ্রাতৃত্বের বন্ধন শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য। তারা ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও সুস্থ বিনোদনমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Logo