Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনের বিখ্যাত ওয়াটার পার্ক লস্ট প্যারাডাইস অব দিলমুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫০

বাহরাইনের বিখ্যাত ওয়াটার পার্ক লস্ট প্যারাডাইস অব দিলমুন

বাহরাইনের সবচেয়ে বড় ওয়াটার পার্ক লস্ট প্যারাডাইস অব দিলমুন ভ্রমণপ্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য। রাজধানী মানামা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে পশ্চিম বাহরাইনে অবস্থিত এই পার্কটি ২০০৭ সালে চালু হয় এবং তারপর থেকে এটি দেশটির অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত। প্রায় ৭৭ হাজার বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত এই পার্কে রয়েছে ২০টিরও বেশি রোমাঞ্চকর ওয়াটার স্লাইড ও আকর্ষণীয় কার্যক্রম।  

পার্কটির নামকরণ হয়েছে প্রাচীন দিলমুন সভ্যতার নামে, যা প্রায় পাঁচ হাজার বছর আগে বাহরাইনে বিকশিত হয়েছিল। সেই ঐতিহ্যের ছাপ পাওয়া যায় পার্কের নকশা, দেয়ালের কারুকাজ ও রঙিন সাজসজ্জায়। ফলে দর্শনার্থীরা শুধু বিনোদনই নয়, ইতিহাসের ছোঁয়াও অনুভব করতে পারেন।  

এখানে রয়েছে নানা ধরনের ওয়াটার রাইড; অ্যাকুয়া লুপ রকেট স্লাইড, বুমের্যাংগো, সুপার বোলসহ আরো অনেক কিছু। যারা আরাম খুঁজছেন, তাদের জন্য আছে লেজি রিভার ও কৃত্রিম সমুদ্রসৈকত। এই সৈকতে রয়েছে ঢেউয়ের অভিজ্ঞতা, বালুর মাঠে শিশুদের খেলার সুযোগ এবং সূর্যস্নানের জন্য লাউঞ্জার। পরিবার বা বন্ধুদের সঙ্গে কাটানোর জন্য এটি নিখুঁত জায়গা।  

লস্ট প্যারাডাইস অব দিলমুনে রয়েছে ফ্যামিলি স্যুইট, শিশুদের জন্য বিশেষ বিনোদন এবং পরিবারবান্ধব শোর এক্সকারশন। এছাড়া বিলাসবহুল অভিজ্ঞতা চাইলে দর্শনার্থীরা পার্কের ভেতরে অবস্থিত প্রাইভেট শ্যালে ভাড়া নিতে পারেন। সেখানে খাবার ও পানীয় সরাসরি পৌঁছে দেওয়া হয়, যা ভ্রমণকে আরো আরামদায়ক করে তোলে।  

পার্কে শুধু ওয়াটার রাইড নয়, রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান, আর্কেড গেমস এবং সারা বছর নানা অনুষ্ঠান। ফলে একদিনের ভ্রমণ হয়ে ওঠে পূর্ণ বিনোদনময়। ২০১৯-২০২০ সালে লন্ডনের ওয়ার্ল্ড ব্র্যান্ডিং ফোরাম থেকে এটি থিম পার্ক ক্যাটাগরিতে ‘ব্র্যান্ড অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করে।  

এখন পর্যন্ত দুই মিলিয়নেরও বেশি মানুষ এই পার্কে ভ্রমণ করেছেন। পরিবার, বন্ধু কিংবা একা; সব ধরনের ভ্রমণকারীর জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা। বাহরাইনের প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিনোদনের সমন্বয়ে লস্ট প্যারাডাইস অব দিলমুন নিঃসন্দেহে দেশটির পর্যটন শিল্পে বিশেষ ভূমিকা রাখছে। 

Logo