Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে অবিবাহিত প্রবাসীদের আবাসন নিয়ে কঠোর অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৯

কুয়েতে অবিবাহিত প্রবাসীদের আবাসন নিয়ে কঠোর অভিযান

কুয়েত সরকার অবিবাহিত প্রবাসী শ্রমিকদের আবাসন সংকট মোকাবিলায় নতুন করে কঠোর পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি জিলিব আল-শুইউখ এলাকায় ৬৭টি জরাজীর্ণ ভবন ভেঙে ফেলার পর দেখা যায়, বিপুল সংখ্যক প্রবাসী অবিবাহিত শ্রমিক কাছাকাছি আবাসিক এলাকায় চলে যাচ্ছেন। এর মধ্যে খাইতান, আল-ফিরদৌস, আল-আন্দালুস, আল-রাবিয়া এবং আল-ওমারিয়া উল্লেখযোগ্য। এই স্থানান্তর স্থানীয় পরিবারগুলোর জন্য অস্বস্তি ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।  

সরকার জানিয়েছে, পরিবারকেন্দ্রিক আবাসিক এলাকায় অবিবাহিত শ্রমিকদের বসবাস অনুমোদিত নয়। তাই এসব এলাকায় ব্যাচেলর হাউজিং বন্ধে অভিযান জোরদার করা হয়েছে। ইতিমধ্যে খাইতান এলাকায় ১৪টি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যাতে অবৈধভাবে বসবাসকারীরা সরে যেতে বাধ্য হন।

কুয়েত মিউনিসিপ্যালিটি জানিয়েছে, পরিবারকেন্দ্রিক এলাকায় ব্যাচেলরদের বসবাস সামাজিক কাঠামো নষ্ট করছে এবং স্থানীয়দের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। এ কারণে নিয়মিত তদারকি ও অভিযান চালানো হচ্ছে। আইন অনুযায়ী এসব এলাকায় অবিবাহিতদের বসবাস নিষিদ্ধ হলেও বাস্তবে অনেকেই নিয়ম ভঙ্গ করে থাকেন।  

সরকারি কর্মকর্তারা বলেছেন, এই পদক্ষেপ শুধু আইন প্রয়োগ নয়, বরং পরিবারগুলোর নিরাপত্তা ও আরাম নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, ব্যাচেলর হাউজিংয়ের কারণে এলাকায় ভিড়, যানজট, অপরাধ এবং সামাজিক অস্থিরতা বাড়ছে।  

এদিকে, প্রবাসী শ্রমিকদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করাও জরুরি হয়ে পড়েছে। কারণ, কুয়েতের শ্রমবাজারে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক কাজ করছেন এবং তাদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন প্রয়োজন। তবে সরকার বলছে, পরিবারকেন্দ্রিক এলাকায় তাদের বসবাস কোনোভাবেই অনুমোদনযোগ্য নয়।  

কুয়েতের এই কঠোর পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন। স্থানীয়রা মনে করছেন, এতে আবাসিক এলাকার পরিবেশ ও নিরাপত্তা বজায় থাকবে। তবে শ্রমিকদের জন্য দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে আলাদা আবাসন প্রকল্প গড়ে তোলার দাবি উঠছে।  

সব মিলিয়ে, কুয়েত সরকার অবিবাহিত প্রবাসীদের আবাসন সংকট মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে। পরিবারকেন্দ্রিক এলাকায় তাদের বসবাস বন্ধে অভিযান চলছে এবং আইন প্রয়োগ আরো জোরদার করা হচ্ছে। 

Logo