Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির জেদ্দায় উদ্বোধন হলো অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:৫০

সৌদির জেদ্দায় উদ্বোধন হলো অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫। আনুষ্ঠানিকভাবে এক্সপোটির উদ্বোধন করেন জেদ্দার গভর্নর প্রিন্স সউদ বিন আবদুল্লাহ বিন জলাওয়ি। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, কূটনীতিকবৃন্দ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং আন্তর্জাতিক প্রদর্শকগণ অংশ নেন। 

এবারের আসরে বাংলাদেশ উল্লেখযোগ্য উপস্থিতি নিয়ে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান ঘরের বাজার, গ্লোব সফট ড্রিংকস লিমিটেড, অ্যাগ্রো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস লিমিটেড, ছোঁয়া ফ্রোজেন ফুডস লিমিটেড এবং গোল্ডেন প্লাস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে। 

বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে দেশের বহুমুখী কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী। যার মধ্যে রয়েছে সফট ড্রিংকস, মসলা, মধু, এসেপ্টিক ম্যাঙ্গো পাল্প, রেডি-টু-কুক মাছজাত পণ্য এবং বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুড। উদ্বোধনের প্রথম দিনেই বাংলাদেশি পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। 

বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল জেদ্দার সার্বিক সহযোগিতায় এবারই প্রথম এই মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন সুলতান আল হামিদ, হেড অব গভর্নমেন্ট রিলেশন্স ডিপার্টমেন্ট, জেদ্দা চেম্বার কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন বলেন, অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫ মধ্যপ্রাচ্যের বাজারে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে সহযোগিতা আরো জোরদার করবে। বাংলাদেশের অংশগ্রহণ দেশটির রপ্তানি সম্প্রসারণ, ব্যবসায়িক অংশীদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 

কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫ মধ্যপ্রাচ্যের বাজারে বাণিজ্য সম্প্রসারণের একটি বড় সুযোগ সৃষ্টি করবে। বাংলাদেশের অংশগ্রহণ সৌদি আমদানিকারকদের সঙ্গে ব্যবসায়িক সংযোগ শক্তিশালী করার পাশাপাশি দেশের কৃষিপণ্য, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প এবং আন্তর্জাতিক মানের উৎপাদন সক্ষমতা বিশ্বমঞ্চে আরো দৃশ্যমান করবে।

৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত এই মেলায় চলবে সেমিনার, পণ্য প্রদর্শনী এবং বি-টু-বি ব্যবসায়িক আলোচনা।

Logo