সৌদির রিয়াদে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যু
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:৪৭
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। নিহতরা হলেন ফেনীর দাগনভুঁইয়ার আশরাফুল ইসলাম (২৩) ও আব্দুল খালেক (৪৭)। নিহত দুজন সম্পর্কে মামা-ভাগ্নে।
অগ্নিদগ্ধ এক শ্রমিক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। ৩ ডিসেম্বর বুধবার দুপুর ১২টা নাগাদ কারখানাটিতে দুর্ঘটনা ঘটে। সোফা কারখানাটিতে মোট ১২ জন শ্রমিক কাজ করতেন।
সৌদির রাজধানী রিয়াদের শিফা সানাইয়া এলাকায় এই সোফা কারখানাটি বাংলাদেশি মালিকানাধীন। ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই প্রবাসী বাংলাদেশি কর্মীর মৃত্যুর ঘটনায় প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
logo-1-1740906910.png)
