মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩ ডিসেম্বর ২০২৫
বাহরাইন থেকে ৮৩ জন প্রবাসী বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ২০:৫১
বাহরাইন
বাহরাইন থেকে ৮৩ জন প্রবাসী বহিষ্কার
অবৈধ ও আইনভঙ্গকারী প্রবাসী কর্মীদের বিরুদ্ধে চলমান অভিযানে বাহরাইন থেকে ৮৩ জনকে বহিষ্কার করা হয়েছে।গ্রেফতার করা হয়েছে ৫০ জনকে। দেশটির লেবার মার্কেট অথরিটি নভেম্বরের শেষ সপ্তাহে চলা অভিযানে আটক ও বহিষ্কারের এমন চিত্র জানিয়েছে। তবে গ্রেফতার বা বহিষ্কৃতরা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।
দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ২৩ থেকে ২৯ নভেম্বরের মধ্যে দেশটির সব গভর্নরেটে ১ হাজার ৭৮০টি দোকানে অভিযান চালানো হয়। সবচেয়ে বড় অভিযানটি চলে রাজধানী মানামা গভর্নরেটে। অভিযানে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট ও রেজিডেন্স অ্যাফেয়ার্সসহ ১০টি সংস্থা যোগ দেয়, আর তাতে ভিসা ও দেশটিতে বসবাসের আইনভঙ্গের নানা অসঙ্গতি দেখতে পান।
অভিযান কর্তৃপক্ষ জানিয়েছে, সামনের দিনগুলোতে এমন অভিযান আরো জোরদার হবে। এমন বাস্তবতায় দেশটিতে থাকা বাংলাদেশিদের ভিসা ও বসবাসের আইন ও নিয়ম মেনে চলা উচিত বলে মনে করছেন প্রবাসীরা।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাত ও বাহরাইন চালু করল জিসিসির ওয়ান-স্টপ ট্রাভেল সিস্টেম
জিসিসিভুক্ত অঞ্চলে ভ্রমণ আরো সহজ ও নির্বিঘ্ন করতে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যৌথভাবে চালু করেছে নতুন ‘ওয়ান-স্টপ ট্রাভেল সিস্টেম’। এই উদ্যোগকে বলা হচ্ছে আঞ্চলিক ভ্রমণের নতুন যুগের সূচনা। গালফ নিউজের খবরে বলা হচ্ছে, এর মাধ্যমে জিসিসি দেশগুলোর নাগরিক-বাসিন্দারা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের সময় বারবার ইমিগ্রেশন ও নিরাপত্তা চেকের ঝামেলা ছাড়াই সহজে চলাচল করতে পারবেন।
এই সিস্টেমে যাত্রীদের একবারই ইমিগ্রেশন, নিরাপত্তা ও কাস্টমস চেক সম্পন্ন করতে হবে। অর্থাৎ যাত্রার শুরুতে সব আনুষ্ঠানিকতা শেষ হলে গন্তব্য দেশে পৌঁছানোর পর আর কোনো অতিরিক্ত চেকের প্রয়োজন হবে না। ফলে ভ্রমণকারীরা প্রায় অভ্যন্তরীণ ফ্লাইটের মতোই সহজভাবে উপভোগ করতে পারবেন।
শুরুতে আমিরাত ও বাহরাইনের মধ্যে এমন ব্যবস্থা চালু হলেও ধীরে ধীরে তা জিসিসিভুক্ত অন্য দেশগুলোতে সম্প্রসারিত হবে। এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে পুরো জিসিসি অঞ্চলে একটি একীভূত পর্যটন ভিসা চালু করা হবে, যা দিয়ে ছয়টি গালফ দেশেই ভ্রমণ করা যাবে। এতে ভ্রমণকারীদের সময় ও খরচ দুটিই কমবে।
ওমান
জিসিসি বাসিন্দাদের অন-অ্যারাইভাল ভিসা দেবে ওমান
গালফভুক্ত দেশগুলোতে থাকা সুনির্দিষ্ট পেশার প্রবাসীদের অন- অ্যারাইভাল বা ই-ভিসা দেবে ওমান। জিসিসিভুক্ত দেশগুলোতে বসবাসকারী কোন কোন পেশাজীবীদের এমন সহজ ভিসা দেবে ওমান, তার ১১৪টি পেশাজীবীর একটা তালিকা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ ই-ভিসা প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ।
জিসিসিভুক্ত দেশগুলোতে বসবাসকারী প্রবাসী ডাক্তার, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অ্যাকাউন্ট্যান্ট, ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের টেকনিশিয়ান, মেকানিক, ইলেকট্রিশিয়ান, লেখক, কবি, সাংবাদিক, ক্যামেরাম্যান, শিল্পী, নার্সসহ আরো অনেক পেশাজীবীরা পাবেন এমন ভিসা। ওমান ভ্রমণের এমন ভিসার সুবিধা নিতে পারবেন জিসিসিভুক্ত দেশগুলোতে থাকা প্রবাসী বাংলাদেশিরা।
মেয়াদ থাকা পাসপোর্ট, জিসিসি ভিসা কপি দিয়ে ই-ভিসার জন্য আবেদন করতে হবে অনলাইনে। আর ভিসার মেয়াদ হবে ২৮ দিন। খরচ হবে ৫ ওমানি রিয়াল। তবে পেশার তালিকায় নাম না থাকলে স্পন্সরড বা অ্যাম্বাসি ইস্যু ভিজিট ভিসার আবেদন করা যাবে বলে জানিয়েছে গালফ নিউজ।
কুয়েত
কুয়েতে ডিম সংকট
কুয়েতে চলছে ডিমের সংকট। দেশটির পোলট্রি শিল্পের সাথে যুক্ত প্রতিনিধিরা জানিয়েছেন, কুয়েতে শীতের শুরু ও স্কুল খোলার সময়ে এমন ডিমের ঘাটতি দেখা দেয়। ১০ ডিসেম্বরের পর থেকে ডিমের উৎপাদন আবার স্বাভাবিক হতে শুরু করে।
আরব টাইমসের খবরে বলা হয়েছে, ডিস সরবরাহ কোম্পানিগুলোকে একটা গ্রেস টাইম দেওয়া হয়েছে, যাতে তারা এই সময়ে কাজে লাগিয়ে ডিম সরবরাহ স্বাভাবিক করতে পারেন।
কুয়েতের পোলট্রি শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, খামারগুলো কম ডিম দেওয়া মুরগি বাদ দিয়ে নতুন মুরগি যুক্ত করতে এক থেকে দেড় মাস সময় নেয়। তখনই কুয়েতের ডিমের বাজারে টান পড়ে। তবে এই সময়ে যাতে ডিমের দাম না বাড়ে, সে জন্য বাজার নজরদারি চালু থাকবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
logo-1-1740906910.png)