আমিরাত ও বাহরাইন চালু করল জিসিসির ‘ওয়ান-স্টপ ট্রাভেল সিস্টেম’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮
গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) অঞ্চলে ভ্রমণ আরো সহজ ও নির্বিঘ্ন করতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং বাহরাইন যৌথভাবে চালু করেছে নতুন ‘ওয়ান-স্টপ ট্রাভেল সিস্টেম’। এই উদ্যোগকে বলা হচ্ছে আঞ্চলিক ভ্রমণের নতুন যুগের সূচনা। এর মাধ্যমে জিসিসি দেশগুলোর নাগরিকরা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের সময় বারবার ইমিগ্রেশন ও নিরাপত্তা চেকের ঝামেলা ছাড়াই সহজে চলাচল করতে পারবেন।
এই সিস্টেমে যাত্রীদের একবারই ইমিগ্রেশন, নিরাপত্তা ও কাস্টমস চেক সম্পন্ন করতে হবে। অর্থাৎ যাত্রার শুরুতে সব আনুষ্ঠানিকতা শেষ হলে গন্তব্য দেশে পৌঁছানোর পর আর কোনো অতিরিক্ত চেকের প্রয়োজন হবে না। ফলে ভ্রমণকারীরা দেশান্তর ভ্রমণকে প্রায় অভ্যন্তরীণ ফ্লাইটের মতো সহজভাবে উপভোগ করতে পারবেন।
ট্রাভল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড জানিয়েছে, প্রাথমিকভাবে ইউএই ও বাহরাইনের মধ্যে এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে ধাপে ধাপে এটি অন্যান্য জিসিসি দেশেও সম্প্রসারিত হবে। কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে পুরো জিসিসি অঞ্চলে একটি একীভূত পর্যটন ভিসা চালু করা হবে, যা দিয়ে ছয়টি গালফ দেশেই ভ্রমণ করা যাবে।
জিসিসি দেশগুলোতে পর্যটন শিল্প দ্রুত বিকাশ লাভ করছে। বিশেষ করে দুবাই, আবুধাবি, বাহরাইন ও দোহা আন্তর্জাতিক পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। নতুন এই সিস্টেম চালু হলে পর্যটকদের জন্য বহু-গন্তব্য ভ্রমণ আরও সহজ হবে। যেমন একজন পর্যটক দুবাই থেকে বাহরাইন হয়ে কাতার বা সৌদি আরবে যেতে চাইলে আলাদা আলাদা ইমিগ্রেশন প্রক্রিয়ার প্রয়োজন হবে না। এতে সময় ও খরচ দুটিই কমবে।
পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ জিসিসি অঞ্চলে পর্যটন খাতকে আরো শক্তিশালী করবে। একই সঙ্গে ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্যও এটি বড় সুবিধা এনে দেবে। কারণ ব্যবসায়ীরা একাধিক দেশে দ্রুত যাতায়াত করতে পারবেন।
জিসিসি দেশগুলোতে পর্যটন ও ভ্রমণ খাত অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। নতুন সিস্টেম চালু হলে পর্যটন আয় বাড়বে এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার হবে। বিশেষ করে হোটেল, এয়ারলাইন্স, পরিবহন ও খুচরা ব্যবসায় সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে।
এছাড়া একীভূত পর্যটন ভিসা চালু হলে বিদেশি পর্যটকদের জন্য গালফ অঞ্চল আরো আকর্ষণীয় হয়ে উঠবে। তারা এক ভিসায় একাধিক দেশ ভ্রমণ করতে পারবেন, যা ইউরোপীয় ইউনিয়নের সেনজেন ভিসার মতো সুবিধা দেবে।
কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৬ সাল থেকে ধাপে ধাপে এই সিস্টেম অন্যান্য জিসিসি দেশে চালু করা হবে। একই সঙ্গে প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ভ্রমণকারীদের জন্য আরও নিরাপদ ও দ্রুত সেবা নিশ্চিত করা হবে।
প্রাথমিক পর্যায়ে কিছু চ্যালেঞ্জ থাকলেও দীর্ঘমেয়াদে এটি আঞ্চলিক ভ্রমণকে নতুন মাত্রা দেবে। বিশেষ করে যারা বহু দেশে ভ্রমণ করতে চান, তাদের জন্য এটি হবে যুগান্তকারী পরিবর্তন।
ইউএই ও বাহরাইনের যৌথ উদ্যোগে চালু হওয়া ‘ওয়ান-স্টপ ট্রাভেল সিস্টেম’ জিসিসি অঞ্চলে ভ্রমণকে সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী করে তুলবে। পর্যটন, ব্যবসা ও আঞ্চলিক সহযোগিতায় এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। ভবিষ্যতে পুরো গালফ অঞ্চলে একীভূত ভিসা চালু হলে এটি বিশ্ব পর্যটন মানচিত্রে জিসিসিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।
logo-1-1740906910.png)