সৌদির জেদ্দায় ৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এগ্রো ফুড এক্সপো
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৮
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী কৃষি ও খাদ্যপণ্য বিষয়ক এক্সপো এগ্রো ফুড জেদ্দা ২০২৫। ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলায় অংশ নেবে ১৬টি দেশ। সৌদির বাংলাদেশ দূতাবাসের জেদ্দা কন্স্যুলেটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও জেদ্দা কন্স্যুলেটের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ হতে অংশগ্রহণ করছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা মেলায় বাংলাদেশের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ দিক উপস্থাপন করেন। কাউন্সেলর আরিফুজ্জামান, কাউন্সেলর এ এস এম সায়েম ও দূতালয় প্রধান মেহেবুব জামান এ সময় উপস্থিত ছিলেন।
সৌদি আরব ভিশন ২০৩০ বাস্তবায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় সৌদি পরিবেশ, পানি ও কৃষিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে সৌদি প্রতিষ্ঠান আইকন ইন্টারন্যাশনাল ফর ইভেন্টস অ্যান্ড কনফারেন্সেস কর্তৃক আয়োজিত মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়।
সৌদির কৃষি ও খাদ্যপণ্য ব্যবসায়ী, আমদানিকারক, বিনিয়োগকারীগণ এবং প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীগণকে মেলায় বাংলাদেশের স্টল পরিদর্শন ও বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানিযোগ্য খাদ্যপণ্য সৌদি বাজারে উপস্থাপনের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানানো হয়।
প্রতিদিন বিকেল ৪টা হতে রাত ১০টা পর্যন্ত এই মেলা চলবে। উপস্থিত অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারীদের বিজনেস ভিসা সহজীকরণ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারকরণে বছরে একাধিকবার প্রবেশের সুযোগ সৃষ্টির অনুরোধ জানান। মেলা শেষ হবে ৫ ডিসেম্বর।
logo-1-1740906910.png)
