Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে কর্মীদের শিক্ষাগত সনদ যাচাইয়ে গুরুত্ব দিচ্ছে সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:১৩

কুয়েতে কর্মীদের শিক্ষাগত সনদ যাচাইয়ে গুরুত্ব দিচ্ছে সরকার

কুয়েত সরকার সরকারি ও বেসরকারি খাতের সব কর্মীর শিক্ষাগত সনদ যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে গঠিত মন্ত্রিপরিষদ কমিটি সম্প্রতি বৈঠক করেছে। বৈঠকে সভাপতিত্ব করেন উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী শারিদা আল-মাউশেরজি। তিনি সংশ্লিষ্ট সব কমিটিকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।  

বৈঠকে উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রী ড. নাদার আল-জালালসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় বলা হয়, সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের শিক্ষাগত যোগ্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে ভুয়া সনদধারীদের চিহ্নিত করা যাবে এবং কর্মক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হবে।  

রাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, সিভিল সার্ভিস কমিশন, উচ্চশিক্ষা মন্ত্রণালয় এবং জনশক্তি কর্তৃপক্ষের অধীনে থাকা মূল কমিটি ও উপকমিটিগুলোকে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। যারা এখনো কর্মীদের পূর্ণাঙ্গ তথ্য জমা দেয়নি, তাদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে সরকারি খাতের ব্যবস্থাপনা ও তদারকি পর্যায়ের কর্মীদের সনদ যাচাই শুরু হয়েছে। এরপর ধাপে ধাপে অন্যান্য কর্মীদেরও যাচাই করা হবে। যারা ভুয়া সনদ জমা দিয়েছেন বা নিয়ম ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।  

এর আগে মন্ত্রিপরিষদ নির্দেশ দিয়েছিল, নাগরিক ও প্রবাসী উভয় শ্রেণির কর্মীদের শিক্ষাগত সনদ যাচাই করতে একটি বিশেষ কমিটি গঠন করতে। ফাতওয়া ও আইন বিভাগ এই কমিটির নেতৃত্ব দিচ্ছে এবং একাধিক সরকারি সংস্থা এতে যুক্ত রয়েছে।

Logo