বাহরাইনে গোল্ডেন ভিসার শর্ত সহজ করল কর্তৃপক্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:১২
বাহরাইন সরকার গোল্ডেন ভিসা আরো সহজলভ্য করতে বিনিয়োগের ন্যূনতম শর্ত কমিয়েছে। আগে যেখানে গোল্ডেন ভিসার জন্য ২ লাখ বাহরাইনি দিনার বিনিয়োগ করতে হতো, এখন তা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৩০ হাজার দিনার। ফলে বিদেশি বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের জন্য দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ আরো উন্মুক্ত হলো। মধ্যপ্রাচ্যের জনপ্রিয় দৈনিক গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, যারা অন্তত ১ লাখ ৩০ হাজার দিনার মূল্যের সম্পত্তির মালিক, তারা গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া মাসিক অন্তত ২ হাজার দিনার আয়কারী পেশাজীবী, বাহরাইনে অন্তত ১৫ বছর কাজ করা অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং যারা বিদেশ থেকে মাসিক অন্তত ৪ হাজার দিনার পেনশন পান, তারাও এই ভিসার আওতায় আসবেন।
গোল্ডেন ভিসার আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের পাসপোর্ট, ছয় মাসের ব্যাংক বিবরণী, স্বাস্থ্যবীমা এবং বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫ দিনার।
গোল্ডেন ভিসাধারীরা বাহরাইনের যে কোনো স্থানে কাজ করার অনুমতি পাবেন। এর ফলে দেশটির শ্রমবাজারে বৈচিত্র্য আসবে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ বাড়াবে এবং দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করবে। একই সঙ্গে অবসরপ্রাপ্তদের জন্যও এটি একটি বড় সুযোগ তৈরি করবে।
বাহরাইন সরকার বলছে, গোল্ডেন ভিসা শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং সামাজিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি বসবাসের নিরাপত্তা নিশ্চিত করবে। বিদেশি নাগরিকরা এখানে বিনিয়োগ ও কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।
logo-1-1740906910.png)