Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে গাড়িতে শিশু ফেলে রাখায় চালক আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:১০

বাহরাইনে গাড়িতে শিশু ফেলে রাখায় চালক আটক

বাহরাইনে এক ব্যক্তিগত গাড়িচালককে আটক করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, তিনি স্কুল থেকে ফেরার পথে এক শিশুকে গাড়ির ভেতরে ফেলে রেখে যান। শিশুটির বাবা বাদিয়া পুলিশ স্টেশনে অভিযোগ করলে বিষয়টি তদন্তে নেয় কর্তৃপক্ষ।  

প্রসিকিউশন সূত্রে জানা যায়, চালক স্কুল থেকে শিক্ষার্থীদের নামানোর পর গাড়িটি পরীক্ষা না করেই চলে যান। গাড়িটি নষ্ট হয়ে যাওয়ায় তিনি টো ট্রাক ডেকে গাড়ি তুলে দেন। কিন্তু গাড়ির ভেতরে একটি শিশু ঘুমিয়ে ছিল, যা তিনি খেয়াল করেননি। পরে ফোনে বিষয়টি জানানো হলে তিনি টো ট্রাক থামান এবং গাড়ির ভেতরে শিশুটিকে দেখতে পান। এ ঘটনায় চালক নিজের অবহেলার কথা স্বীকার করেছেন।  

পাবলিক প্রসিকিউশন চালককে সাময়িকভাবে আটক করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের পরিবহনে কোনো ধরনের অবহেলা বা নিয়ম ভঙ্গের ঘটনা কঠোরভাবে দেখা হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।  

প্রসিকিউশন প্রধান বলেন, স্কুল পরিবহনে দায়িত্বপ্রাপ্ত চালকদের অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। প্রতিটি গাড়ি খালি আছে কিনা তা যাচাই করা বাধ্যতামূলক। এ ধরনের অবহেলা শিশুদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই অভিভাবকদেরও নিশ্চিত করতে হবে যে, তারা লাইসেন্সধারী ও দায়িত্বশীল চালক নিয়োগ করছেন।  

এই ঘটনার পর সামাজিকভাবে শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্কুল পরিবহনে প্রযুক্তি ব্যবহার করে গাড়ির ভেতরে কেউ আছে কিনা তা শনাক্ত করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। একই সঙ্গে চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো জরুরি।

Logo