আমিরাতে জাতীয় দিবস উপলক্ষে দীর্ঘ ছুটিতে ফ্রি পার্কিং সুবিধা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:০৬
সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে দেশজুড়ে দীর্ঘ ছুটির সময় সব সরকারি পার্কিং ফ্রি ঘোষণা করা হয়েছে। দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) জানিয়েছে, ১ ডিসেম্বর সোমবার থেকে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চার দিন পার্কিং ফি নেওয়া হবে না। তবে ৫ ডিসেম্বর শুক্রবার থেকে স্বাভাবিক নিয়মে পার্কিং চার্জ কার্যকর হবে।
আরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় দিবসের ছুটিতে নাগরিক ও বাসিন্দাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মেট্রো, বাস ও অন্যান্য গণপরিবহন ব্যবস্থায়ও বিশেষ সময়সূচি চালু থাকবে। দুবাই মেট্রো ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাত পর্যন্ত চলবে, যাতে নাগরিকরা সহজে জাতীয় দিবসের অনুষ্ঠান ও উৎসবে অংশ নিতে পারেন।
এছাড়া বাস সার্ভিসও বাড়ানো হয়েছে। জনপ্রিয় পর্যটনকেন্দ্র ও উৎসবস্থলে অতিরিক্ত বাস চলাচল করবে। ট্যাক্সি ও সামুদ্রিক পরিবহন ব্যবস্থাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আরটিএ জানিয়েছে, জাতীয় দিবস উপলক্ষে শহরে ভিড় বাড়বে বলে গণপরিবহন ব্যবস্থাকে আরো কার্যকর করা হয়েছে।
জাতীয় দিবসের ছুটিতে দুবাইয়ের বিভিন্ন এলাকায় বিশেষ অনুষ্ঠান, আতশবাজি ও সাংস্কৃতিক প্রদর্শনী আয়োজন করা হবে। এজন্য নাগরিকদের গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। আরটিএ বলছে, ফ্রি পার্কিং সুবিধা থাকলেও যানজট এড়াতে গণপরিবহন ব্যবহারই সবচেয়ে ভালো বিকল্প।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, জাতীয় দিবস উপলক্ষে দুবাই মল, গ্লোবাল ভিলেজ, জুমেইরাহ বিচসহ বিভিন্ন স্থানে বিশেষ আয়োজন থাকবে। এসব স্থানে যাতায়াতের জন্য মেট্রো ও বাস সার্ভিস বাড়ানো হয়েছে।
logo-1-1740906910.png)