মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১ ডিসেম্বর ২০২৫
ভিজিট ভিসা নিয়ে সুখবর দিল কাতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৯:২৫
বাহরাইন
৩.৩ মাত্রার ভূমিকম্প বাহরাইনে
সোমবার বাহরাইনে ৩.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মৃদু এই ভূমিকম্প শেষরাত ২টা ৫৮ মিনিটে অনুভূত হয়। মানামার দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের রিফা ছিল ভূমিকম্পের কেন্দ্র। গভীর রাতে মৃদু ভূকম্পন অনেক বাসিন্দা বুঝতে পারেননি।
দ্য ডেইলি ট্রিবিউন তাদের খবরে আরো জানিয়েছে, এই ভূকম্পনে দেশটির কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফল্ট লাইন থেকে দূরের দেশ হওয়ায় বাহরাইনে ভূমিকম্প একেবারেই বিরল। মূলত দক্ষিণ ইরানে ভূমিকম্প হলে তার কম্পন অনুভূত হয় বাহরাইনে। বিশেষজ্ঞদের ধারণা, সোমবারের এই ভূমিকম্প টেকনোটিক প্ল্যাটের নড়াচড়া বা তেল-গ্যাসের উত্তোলন-সংক্রান্ত খনির কারণে ঘটে থাকতে পারে।
কাতার
ভিজিট ভিসা নিয়ে কাতারের সুখবর
ভিজিট ভিসা নিয়ে দারুণ সুখবর দিয়েছে কাতার। এখন থেকে গালফভুক্ত দেশগুলোর বাসিন্দারা কাতারে দুই মাসের মাল্টিপল এন্ট্রির সুবিধা থাকা ভিজিট ভিসা পাবেন। আর এতে করে বাহরাইন, সৌদি, দুবাই, কুয়েত, ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিরা কাতার ভ্রমণের সুযোগ নিতে পারবেন। কাতার ক্রনিক্যাল জানিয়েছে, ৩০ নভেম্বর থেকে এই ভিসা কার্যকর হয়েছে।
পুরো শীত মৌসুমে ট্যুরিস্টরা যাতে কাতারের বিভিন্ন ইভেন্টে যোগ দিতে পারেন, স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন সে জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হায়া প্ল্যাটফর্মে সহজেই এই ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমন একসময় ভিজিট ভিসার এই সুযোগ খুলে দিল কাতার, যখন ফিফা আরব কাপের জন্য মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশের দর্শনার্থীদের স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। ভিজিট ভিসার এসব পরিবর্তনের কারণে জিসিসিভুক্ত দেশগুলোতে থাকা প্রবাসী বাংলাদেশিরা স্বাচ্ছন্দ্যে এই দুই মাস কাতারে যতবার ইচ্ছা যেতে পারবেন।
জিসিসি বাসিন্দাদের জন্য প্রবেশ নিরবচ্ছিন্ন করে কাতার চাইছে পর্যটন প্রোফাইল শক্তিশালী করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো।
কুয়েত
কুয়েতে বেড়েছে বেওয়ারিশ কুকুর-বিড়ালের সংখ্যা
কুয়েতে বেড়ে গেছে বেওয়ারিশ কুকুর-বিড়ালের সংখ্যা। আর সেই কারণে জন মানুষের স্বাস্থ্য ও জননিরাপত্তা পড়েছে হুমকির মুখে। সাধারণত বেওয়ারিশ কুকুর-বিড়ালের কারণে রোগ বালাই ছড়ানোর আশঙ্কা থেকে যায়।
সেই আশঙ্কায় গত বছর থেকে হাজারো ভাসমান কুকুর ধরা হয়েছে। এবার জনমানুষের নিরাপত্তায় এসব পোষাপ্রাণীর আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এখন থেকে বাসিন্দারা বছরে একটি কুকুর বা বিড়াল আমদানির অনুমতি পাবেন।
ভাসমান কুকুর-বিড়ালের সংখ্যা নিয়ন্ত্রণ করা না গেলে পরিবেশগত বড় সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা জানিয়েছে কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সৌদি আরব
দুটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করল সৌদি আরব
নিজেদের তৈরি দুটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করল সৌদি আরব। সৌদি স্পেইস এজেন্সি জানিয়েছে, দেশটির উম আল কুরা বিশ্ববিদ্যালয় ও প্রিন্স সুলতান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্যাটেলাইট দুটির মূল ডিজাইনার। যদিও দেশটির ৪২টি ইউনিভার্সিটির ৪৮০ জন শিক্ষার্থী ছোট সাইজের এই স্যাটেলাইটের ডিজাইন ও নির্মাণের সাথে যুক্ত ছিল।
শিক্ষার্থীদের বানানো স্যাটেলাইট হলেও মহাকাশ গবেষণায় একে গুরুত্বপূর্ণ মাইলফলক বলছে সৌদি সরকার। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাশালী দেশ সৌদি স্থানীয় প্রযুক্তি ও জ্ঞান কাজে লাগিয়ে মহাকাশ গবেষণায় আরো এগোতে চায় দেশটি।
logo-1-1740906910.png)