Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইন-কাতার ফেরি সেবা স্থগিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫

বাহরাইন-কাতার ফেরি সেবা স্থগিত

বাহরাইন ও কাতারের মধ্যে নতুন চালু হওয়া ফেরি সেবা হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ফেরি চলাচল আপাতত বন্ধ থাকবে।

এই ফেরি সেবা চলতি মাসের শুরুতে চালু হয়েছিল। এটি ছিল উপসাগরীয় অঞ্চলের দুই দেশের মধ্যে প্রথম আন্তর্জাতিক যাত্রীবাহী সমুদ্রপথ। ফেরিটি বাহরাইনের মুহাররাক দ্বীপের সাদাহ মেরিনা থেকে যাত্রা শুরু করে কাতারের আল রুয়াইস বন্দরে পৌঁছাত। নতুন এই সেবা চালুর পর থেকেই যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছিল। বিশেষ করে ব্যবসায়ী ও পর্যটকদের জন্য এটি ছিল একটি নতুন সুযোগ।

খবর অনুযায়ী, ফেরি সেবা চালুর পর কয়েক দিনই যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই মনে করেছিলেন, এই সেবা দুই দেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করবে। তবে আবহাওয়ার কারণে হঠাৎ করে তা স্থগিত হওয়ায় যাত্রীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরি সেবা পুনরায় চালুর বিষয়ে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করা হবে। নিরাপত্তার স্বার্থে আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন অফিসিয়াল ঘোষণার মাধ্যমে পরবর্তী আপডেট জেনে নেন।

বিশ্লেষকরা বলছেন, ফেরি সেবা স্থগিত হওয়া সাময়িক হলেও এটি দুই দেশের যোগাযোগে কিছুটা প্রভাব ফেলবে। তবে দীর্ঘমেয়াদে এই সেবা আবার চালু হলে ব্যবসা-বাণিজ্য ও পর্যটনে ইতিবাচক প্রভাব পড়বে।

Logo