সৌদি থেকে আবুল বশির
জেদ্দায় সেমিনার: সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৮:৪০
সৌদি আরবের জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে ২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত সৌদি প্রতিষ্ঠান আইকন ইন্টারন্যাশনাল ফর এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স কর্তৃক আয়োজিত হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড এক্সপো সৌদি আরব ২০২৫।
এই মেলায় স্বাগতিক দেশ সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের সাথে বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি ও বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দার তত্ত্বাবধানে অংশগ্রহণ করেছে বাংলাদেশের ১১টি কোম্পানি। তৈরি পোশাক, স্পোর্টসওয়্যার, পাট ও বৈচিত্র্যময় পাটজাতীয় পণ্য, হস্তশিল্প, প্লাস্টিক পণ্য প্রদর্শনীর পাশাপাশি বিটুবি ম্যাচমেকিংসহ সৌদি ক্রেতা/বিনিয়োগকারীদের আকর্ষণ করার লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা একটি সেমিনার আয়োজন করে। সেমিনারের বিষয়বস্তু ছিল "Bangladesh-Saudi Arabia Trade & Investment Partbership: Unlocking New Opportunities"
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দা নাহিদা হাবিবা, কমার্শিয়াল কাউন্সেলর এবং সঞ্চালনা করেন শ্রম কাউন্সেলর মো. আরিফুজ্জামান। সেমিনারে সৌদি ব্যবসায়ী ও বিনিয়োগকারী, প্রবাসী বিনিয়োগকারী, বাংলাদেশ হতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, কাউন্সেলর (কনসাল) এ এস এম সায়েম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নে দুই দেশের বাণিজ্যিক চ্যালেঞ্জ চিহ্নিতকরণ, সম্ভাবনা ও সমাধান নির্ণয়ের পাশাপাশি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আমন্ত্রণ জানানো হয়।
বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ দেশের রপ্তানিযোগ্য আন্তর্জাতিক মানের পণ্যসমূহ সৌদি ব্যবসায়ীদের নিকট তুলে ধরেন। সৌদি ব্যবসায়ীগণ বাংলাদেশের পণ্যের প্রশংসা করেন এবং ব্যবসায় সহযোগিতার আশ্বাস দেন।
আগামী ১-৩ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশে অনুষ্ঠিতব্য গ্লোবাল সোর্সিং এক্সপো, ঢাকা ২০২৫ -এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। সেমিনার শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশের স্টলসমূহ পরিদর্শন করেন।
logo-1-1740906910.png)