বাহরাইন পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব: স্থানীয় কর্তৃপক্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৩
বাহরাইনে ক্রমবর্ধমান আবর্জনা সমস্যা নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। শহরের বিভিন্ন এলাকায় প্লাস্টিক বোতল, খাবারের প্যাকেট ও অন্যান্য বর্জ্য রাস্তায় ছড়িয়ে থাকতে দেখা যায়। অনেক সময় ডাস্টবিনের পাশে আবর্জনা ফেলে রাখা হয়, কিন্তু ভেতরে ফেলা হয় না। এতে পরিবেশ নষ্ট হচ্ছে এবং জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।
বাসিন্দারা বলছেন, এ সমস্যা দিন দিন বাড়ছে। আগে যেখানে কিছু এলাকায় সীমিতভাবে আবর্জনা দেখা যেত, এখন প্রায় সব জায়গায় একই চিত্র দেখা যাচ্ছে। পার্কিং লট, ফুটপাত ও জনসমাগমস্থলে বর্জ্য জমে থাকে। এতে শুধু সৌন্দর্য নষ্ট হচ্ছে না, বরং দুর্গন্ধ ও রোগের ঝুঁকি বাড়ছে।
পরিবেশবিদরা মনে করেন, বাহরাইনকে পরিচ্ছন্ন রাখতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। প্রত্যেকে যদি নিজের ব্যবহৃত জিনিস সঠিকভাবে ফেলে, তবে সমস্যা অনেকটাই কমে যাবে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। এগুলো সঠিকভাবে সংগ্রহ ও পুনর্ব্যবহার না করলে দীর্ঘমেয়াদে প্রকৃতির ক্ষতি হবে।
সরকার ইতোমধ্যে পরিচ্ছন্নতা কর্মসূচি চালু করেছে। বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। তবে জনসচেতনতা ছাড়া এ উদ্যোগ সফল হবে না। স্থানীয়রা বলছেন, স্কুল, কলেজ ও কর্মস্থলে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই শেখাতে হবে কোথায় এবং কীভাবে বর্জ্য ফেলতে হয়।
এছাড়া জনসমাগমস্থলে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করা জরুরি। অনেক সময় দেখা যায়, মানুষ ডাস্টবিন না পেয়ে রাস্তায় আবর্জনা ফেলে দেয়। তাই সহজে পৌঁছানো যায় এমন স্থানে ডাস্টবিন রাখা প্রয়োজন। একই সঙ্গে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে।
বাহরাইনকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু সরকারি সংস্থা নয়, সাধারণ মানুষ, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকেও এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যই বাড়াবে না, বরং স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করবে।
সব মিলিয়ে, বাহরাইনকে পরিষ্কার রাখা একটি যৌথ দায়িত্ব। নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়।
logo-1-1740906910.png)