বাহরাইনে যতবার ইচ্ছা আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:১৯
বাহরাইনের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় কর্মসংস্থান প্ল্যাটফর্মে চাকরিপ্রার্থীরা যতবার ইচ্ছা চাকরির জন্য আবেদন করতে পারবেন। এ বিষয়ে কোনো সীমা নির্ধারণ করা হয়নি। একই সঙ্গে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, বেকার ভাতা বা ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। এ সুবিধা বেকারত্ব বীমা আইনের আওতায় বহাল থাকবে।
সম্প্রতি সংসদ সদস্য খালিদ বুয়ানাকের প্রশ্নের জবাবে মন্ত্রণালয় লিখিতভাবে জানায়, বেকার ভাতা গ্রহণকারীর সংখ্যা সময়ের সঙ্গে ওঠানামা করে। অক্টোবর ২০২৫-এর তথ্য অনুযায়ী, মোট ১১ হাজার ৪৫২ জন চাকরিপ্রার্থী বেকার ভাতা পাচ্ছেন। এর মধ্যে ৩ হাজার ৪৭৯ জন এক বছরের কম সময় ধরে বেকার, ৬ হাজার ২৫৮ জন এক থেকে পাঁচ বছর ধরে বেকার এবং ১ হাজার ৭১৫ জন পাঁচ বছরের বেশি সময় ধরে বেকার রয়েছেন।
মন্ত্রণালয় ব্যাখ্যা করেছে, চাকরিপ্রার্থীরা প্ল্যাটফর্মে নিজেদের পছন্দমতো যতবার খুশি আবেদন করতে পারবেন। এখানে কোনো সীমা নেই। তবে মন্ত্রণালয় নিজে চাকরির প্রস্তাব দেয় না। নিয়োগকর্তারা তাদের শূন্যপদ প্ল্যাটফর্মে প্রকাশ করেন। এরপর মন্ত্রণালয় সেই চাকরির বিজ্ঞপ্তি যাচাই করে, যেখানে বেতন, যোগ্যতা, বিশেষায়ন এবং অন্যান্য তথ্য পরীক্ষা করা হয়। যাচাই শেষে চাকরির বিজ্ঞপ্তি প্ল্যাটফর্মে প্রকাশিত হয় এবং চাকরিপ্রার্থীরা নিজেরাই আবেদন করেন।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, তারা কোনো প্রার্থীকে নির্দিষ্ট চাকরির জন্য মনোনীত করে না বা বাধ্যতামূলকভাবে আবেদন করতে বলে না। চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের পছন্দমতো চাকরির জন্য আবেদন করতে পারেন।
এই উদ্যোগের মাধ্যমে চাকরিপ্রার্থীদের জন্য সুযোগ আরো উন্মুক্ত হলো। একই সঙ্গে বেকার ভাতা বহাল রাখার ঘোষণা চাকরিপ্রার্থীদের জন্য আশ্বাসের বার্তা দিয়েছে। শ্রম মন্ত্রণালয় বলছে, জাতীয় কর্মসংস্থান প্ল্যাটফর্মে নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থীদের মধ্যে স্বচ্ছতা বজায় থাকবে এবং চাকরিপ্রার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি বেছে নিতে পারবেন।
logo-1-1740906910.png)