ওমান ভিশন ২০৪০-এর প্রথম পাঁচ বছরে দেশজুড়ে ১০০টিরও বেশি জাতীয় প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ভিশন বাস্তবায়ন তদারকি ইউনিটের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতি ও উন্নয়ন, পরিবেশ ও টেকসই উন্নয়ন, সুশাসন ও প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা এই চারটি মূল স্তম্ভকে কেন্দ্র করে এসব প্রকল্প নেওয়া হয়।
ওমান অবজারভারের প্রতিবেদন বলছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে ১৮৮টি নতুন স্কুল নির্মাণ ও সংস্কার করা হয়েছে। ১-১২ শ্রেণির পাঠ্যক্রম ডিজিটালাইজ করা হয়েছে এবং চালু হয়েছে নূর ই-লার্নিং প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের জন্য সহজলভ্য ডিজিটাল কনটেন্ট সরবরাহ করছে। পাশাপাশি কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় নতুন বিশেষায়ন চালু হয়েছে।
স্বাস্থ্য খাতে বড় অগ্রগতি হয়েছে। ধোফারে আল মাজিউনা হাসপাতাল, সালালাহতে নতুন সুলতান কাবুস হাসপাতালসহ তিনটি বড় হাসপাতাল চালু হয়েছে। এছাড়া সোহার হাসপাতালের সম্প্রসারণে ১ হাজার ৮০০ শয্যা যোগ হয়েছে। জটিল চিকিৎসা যেমন হৃদযন্ত্র প্রতিস্থাপন, সিয়ামিজ যমজ আলাদা করা সবই স্থানীয় চিকিৎসকদের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
শিল্প খাতে দুকম রিফাইনারি ২০২৪ সালে চালু হয়, যার উৎপাদন ক্ষমতা এখন দিনে ২.৫৫ লাখ ব্যারেল। এছাড়া সালালাহ অ্যামোনিয়া প্ল্যান্ট, কারওয়া অটোমোটিভ ফ্যাক্টরি এবং সোহারে অ্যালুমিনিয়াম চাকা উৎপাদন কারখানা চালু হয়েছে। ২০২৬ সালে আরো কয়েকটি বড় কারখানা চালুর পরিকল্পনা রয়েছে।
৭২৫ কিলোমিটার দীর্ঘ এম্পটি কোয়ার্টার রোডসহ একাধিক সড়ক প্রকল্প সম্পন্ন হয়েছে। এছাড়া ওমান-ইউএই যৌথ উদ্যোগে হাফিত ট্রেন কোম্পানি গড়ে তোলা হয়েছে, যা আবুধাবি ও সোহারকে রেলপথে যুক্ত করবে।
ওমান শূন্য কার্বন নিরপেক্ষতার জাতীয় কৌশল নিয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে বড় বিনিয়োগ হয়েছে; ইব্রি সোলার প্ল্যান্টে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, ধোফার ও দুকমে বায়ু বিদ্যুৎ প্রকল্প এবং সবুজ ইস্পাত কারখানা। এছাড়া বোটানিক্যাল গার্ডেন চালু হয়েছে, যেখানে ১ হাজার ২০০ বিরল উদ্ভিদের সংগ্রহ রয়েছে।
মাসকাটে ওমান কালচারাল কমপ্লেক্স, সুরে মেরিটাইম হিস্ট্রি মিউজিয়াম এবং মানাহতে ‘অ্যাক্রস এজেস’ মিউজিয়াম চালু হয়েছে। সামাজিক সুরক্ষা তহবিল বর্তমানে ১৪.৫ লাখ মানুষকে সহায়তা দিচ্ছে।
প্রতিবেদন বলছে, এসব প্রকল্পের ফলে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পরিবেশ ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। জীবনমান বেড়েছে, অর্থনীতি বহুমুখী হয়েছে এবং টেকসই উন্নয়নের পথে ওমান ভিশন ২০৪০ এগিয়ে যাচ্ছে।
logo-1-1740906910.png)