বাহরাইনের শেয়ারবাজারের প্রধান সূচকগুলো সপ্তাহের শেষে নিম্নমুখী অবস্থায় বন্ধ হয়েছে। যদিও লেনদেনের পরিমাণ ও লেনদেন সংখ্যা বেড়েছে, তবুও সূচকগুলোতে পতন দেখা গেছে।
সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন অল শেয়ার ইনডেক্স ৪৪ পয়েন্ট কমেছে। অন্যান্য সূচকেও একই ধরনের নিম্নগতি লক্ষ্য করা গেছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা সতর্কতা দেখা দিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সপ্তাহজুড়ে লেনদেনের পরিমাণ ও লেনদেন সংখ্যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অর্থাৎ বাজারে কার্যক্রম সক্রিয় ছিল, কিন্তু সূচকগুলোতে পতন হয়েছে। এটি ইঙ্গিত করছে যে বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচায় সক্রিয় থাকলেও দাম কমেছে।
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনীতি ও আঞ্চলিক বাজারের ওঠানামা বাহরাইনের শেয়ারবাজারে প্রভাব ফেলছে। বিশেষ করে তেলের দাম, আন্তর্জাতিক সুদের হার এবং বৈশ্বিক প্রযুক্তি খাতের পরিবর্তন বাজারে চাপ সৃষ্টি করছে। যদিও এনভিডিয়ার শক্তিশালী আয় প্রতিবেদন কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সম্ভাব্য বুদবুদের আশঙ্কা কমিয়েছে, তবুও সামগ্রিকভাবে বাজারে চাপ রয়ে গেছে।
বিনিয়োগকারীরা মনে করছেন, বাজারে স্বল্পমেয়াদিয ওঠানামা থাকলেও দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরতে পারে। লেনদেনের সংখ্যা বৃদ্ধি বাজারে আগ্রহের ইঙ্গিত দেয়। তবে সূচক পতন তাদের সতর্ক করেছে।
সপ্তাহের শেষে বাহরাইনের শেয়ারবাজারে সূচক পতন হলেও লেনদেন বেড়েছে। এটি বাজারে সক্রিয়তার প্রমাণ দিলেও দাম কমায় বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক বাজারের প্রভাব আগামী সপ্তাহগুলোতে বাজারের গতিপথ নির্ধারণ করবে।
logo-1-1740906910.png)