জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ওমান এয়ার যাত্রীদের জন্য বিশেষ গ্লোবাল সেল ঘোষণা করেছে। এই অফারে ব্যবসা ও ইকোনমি ক্লাসের টিকিটে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
এই বিশেষ ছাড়ের অফার চলবে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত। যাত্রীরা এই অফারের আওতায় টিকিট কিনে ১৫ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৬ এর মধ্যে ভ্রমণ করতে পারবেন।
ইকোনমি ক্লাসের ভাড়া শুরু হচ্ছে মাত্র ২৯ রিয়েল থেকে। ব্যবসা শ্রেণির ভাড়া শুরু হচ্ছে ১২৮ রিয়েল থেকে। অফারটি একমুখী ও রিটার্ন উভয় ধরনের টিকিটের জন্য প্রযোজ্য। ওমান এয়ারের নেটওয়ার্কে থাকা ৪০টিরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে এই ছাড় পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, আফ্রিকা, জিসিসি দেশ এবং ভারতীয় উপমহাদেশ।
এই অফার কেবল ওমান এয়ারের নিজস্ব ফ্লাইটের জন্য প্রযোজ্য। দেশীয় ফ্লাইট, ইন্টারলাইন ফ্লাইট এবং কোডশেয়ার পার্টনারদের ফ্লাইটে এই ছাড় প্রযোজ্য নয়।
জাতীয় দিবস উপলক্ষে ঘোষিত এই গ্লোবাল সেল ওমান এয়ারের নিয়মিত যাত্রীদের জন্য বড় সুযোগ এনে দিয়েছে। বিশেষ করে যারা ব্যবসায়িক সফর বা পরিবার নিয়ে ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা কম খরচে আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ পাবেন।
ওমান এয়ারের এই উদ্যোগ জাতীয় দিবস উদযাপনের পাশাপাশি যাত্রীদের জন্য ভ্রমণকে আরো সহজ ও সাশ্রয়ী করেছে। ৪০টিরও বেশি গন্তব্যে ছাড়ের সুযোগ থাকায় এটি আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে।
logo-1-1740906910.png)