Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে পালানোর কোনো পথ নেই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৮:৫৪

কুয়েতে পালানোর কোনো পথ নেই

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা আধুনিকায়নের অংশ হিসেবে নতুন এআইচালিত নজরদারি ক্যামেরা ও স্মার্ট গেট চালু করেছে। এগুলো অপরাধী ও নিরাপত্তা-ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে সক্ষম।  

এআই ক্যামেরা ইতোমধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর, বড় বাণিজ্যিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে। শিগগিরই দেশজুড়ে সব এলাকায় এগুলো স্থাপন করা হবে।  

কীভাবে কাজ করে

- ক্যামেরাগুলো সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুমের সঙ্গে যুক্ত।  

- কোনো সন্দেহভাজন বা চাহিদাভুক্ত ব্যক্তিকে শনাক্ত করলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কবার্তা পাঠানো হয়।  

- প্রযুক্তিটি আইরিস রিকগনিশন ও বায়োমেট্রিক ডেটা ব্যবহার করে, ফলে আলাদা করে পরিচয়পত্র দেখানোর প্রয়োজন নেই।  

- নাগরিক, প্রবাসী ও ভিজিটরদের তথ্য ইতোমধ্যেই জাতীয় ডাটাবেসে সংযুক্ত রয়েছে।  

তথ্যপ্রযুক্তি বিভাগের প্রকৌশলী নোরা আল-হারবি জানিয়েছেন, সিস্টেমে একাধিক স্তরের সুরক্ষা রাখা হয়েছে, যাতে কোনো অননুমোদিত প্রবেশ বা তথ্য ফাঁস না হয়। সব তথ্য এনক্রিপ্টেড এবং কেবল অনুমোদিত কর্তৃপক্ষই তা দেখতে পারে।  

এই ক্যামেরা ও স্মার্ট প্যাট্রোলগুলো ট্রাফিক আইন ভঙ্গের জন্য নয়, বরং শুধু অপরাধী ও নিরাপত্তা-ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শনাক্ত করার জন্য ব্যবহৃত হবে। এতে মাঠ পর্যায়ের অভিযান আরো দ্রুত ও কার্যকর হবে।  

প্রতিদিনই এই প্রযুক্তির মাধ্যমে একাধিক চাহিদাভুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হচ্ছে। এতে নিরাপত্তা কার্যক্রমের দক্ষতা বেড়েছে এবং অপরাধ দমনে নতুন মাত্রা যোগ হয়েছে।

Logo