ডেভিস কাপে স্বাগতিক বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ বুধবার
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৯
ডেভিস কাপ এশিয়া ও ওশেনিয়া গ্রুপ-৫ টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে ছয় সদস্যের বাংলাদেশ দল ইতোমধ্যে বাহরাইনে পৌঁছেছে। আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর বাহরাইনের ইসা টাউনের টেনিস ফেডারেশনের হাড কোর্টে শুরু হবে এবারের আসর।
এ প্রতিযোগিতায় স্বাগতিক বাহরাইন ছাড়াও বাংলাদেশ, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নর্দার্ন ম্যারিয়ানা আইল্যান্ডস, তাজিকিস্তান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ইয়েমেন অংশ নিচ্ছে।
বাংলাদেশ দলের সদস্যরা হলেন জারিফ আবরার, জুবিন ওমর, মোহাম্মদ রুস্তম আলী, মো. ইমন, জাওয়াদ মোহাম্মদ ভূঁইয়া এবং দলনেতা তানভীর পাশা।
এদিকে টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার সকাল ১০টায়। ইসা টাউনে অবস্থিত বাহরাইন টেনিস ফেডারেশনের হাড কোর্টে স্বাগতিক বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ দল ভালো খেলার আশা নিয়ে মাঠে নামবে। একই সঙ্গে প্রথম ম্যাচ থেকেই ইতিবাচক সূচনা করতে চায় দলটি।
logo-1-1740906910.png)
