Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ নভেম্বর ২০২৫

৫৮ বিদেশি কর্মীকে বহিষ্কার করল বাহরাইন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৮:৪১

৫৮ বিদেশি কর্মীকে বহিষ্কার করল বাহরাইন

বাহরাইন 

৫৮ বিদেশি কর্মীকে বহিষ্কার করল বাহরাইন

বাহরাইনে অবৈধভাবে বসবাস ও কাজ করার অভিযোগে ৫৮ বিদেশি কর্মীকে দেশটি থেকে বহিষ্কার করেছে শ্রমবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। গত ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলা অভিযানে এই অবৈধ কর্মীদের দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে আটক করা হয় ১৬ জন অবৈধ শ্রমিককে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সপ্তাহজুড়ে ১ হাজার ৯০০টি পরিদর্শন ও অভিযান পরিচালনা করে শ্রমবাজার ও রেসিডেন্সি আইনের একাধিক অনিয়ম শনাক্ত করা হয়। এর মধ্যে ১ হাজার ৮৭২টি দোকান ও কর্মস্থলে সরাসরি পরিদর্শন, পাশাপাশি ২৮টি যৌথ অভিযান এবং রাজধানী গভর্নরেটে ১৫টি বিশেষ তদারকি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে বিভিন্ন ধরনের ভিসা, কাজ ও বসবাস-সংক্রান্ত আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি অনিয়মের ক্ষেত্রে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এমন অভিযান সম্পর্কে বাহরাইন প্রবাসীদের সতর্ক থাকা, তাদের সব কাগজপত্র হালনাগাদ রাখার কথা বলছেন প্রবাসী বাংলাদেশিরা।   


সৌদি আরব

সৌদিতে বাস দুর্ঘটনায় একই পরিবারের তিন প্রজন্মের করুণ মৃত্যু

সৌদি আরবের মদিনায় বাস দুর্ঘটনায় ৪৫ জন ওমরাহ হাজি মারা যাওয়ার পর তাদের সম্পর্কে নানা তথ্য উঠে আসছে। সেই দুর্ঘটনায় ভারতের হায়দ্রাবাদের একই পরিবারের তিন প্রজন্ম একসঙ্গে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন নারী, বৃদ্ধ, ছোট-বড় শিশু, এমনকি কয়েকজন নবজাতকও। গালফ নিউজ এ খবর দিয়েছে।

নিহত পরিবার হায়দ্রাবাদের রমনাগরের বাসিন্দা। নাসিরুদ্দিন ও তার স্ত্রী আখতার বেগম, তাদের ছেলেমেয়ে, জামাই এবং নাতি-নাতনিসহ মোট ১৮ জন এই দুর্ঘটনায় প্রাণ হারান।

ঘটনার সময় বাসটিতে মোট ৪৬ জন যাত্রী ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করলেও আগুনের তীব্রতায় অনেকেই সেখান থেকে দ্রুত বের হতে পারেননি।

ভারতের তেলেঙ্গানা থেকে এই বড় পরিবারটি ওমরাহ করতে গিয়েছিল। এই দুর্ঘটনায় শুধু নিহতদের পরিবার নয়, পুরো হায়দ্রাবাদজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার সকালে মদিনায় একটি তেলবাহী ট্যাংকারের সাথে ওমরাহ হাজিদের বহন করা বাসের সংঘর্ষে ৪৫ জনের প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় যাত্রীরা বাসে ঘুমিয়ে থাকায় পুড়ে মারা যান। কেবল বেঁচে যান একজন।


কুয়েত 

কুয়েতে সেকেন্ডে শনাক্ত করা যাবে যে কাউকে!

কুয়েতজুড়ে এমন অত্যাধুনিক এআই ক্যামেরা স্থাপন করা হচ্ছে, যা মাত্র কয়েক সেকেন্ডে যে কাউকে শনাক্ত করতে সক্ষম। এই নতুন প্রযুক্তিতে মুখ শনাক্তকরণ, আইরিস স্ক্যান এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য ব্যবহার করা হচ্ছে, যা সরাসরি পুলিশের অপারেশন রুমের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে কোনো সন্দেহভাজন ব্যক্তি ধরা পড়লেই তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে সতর্ক বার্তা। আরব টাইমস এ খবর দিয়েছে।

কুয়েত সরকার জানিয়েছে, এই প্রযুক্তি অপরাধ প্রতিরোধের গতি এবং কার্যকারিতা বাড়াবে, বিশেষ করে সন্ত্রাস, চুরি বা অন্যান্য গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা করবে। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘন বা পাবলিক প্লেসে নিরাপত্তা নিশ্চিত করতেও এর ব্যবহার করা হবে। তবে এই প্রযুক্তি চালুর ফলে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে প্রশ্নও উঠেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত তথ্য এনক্রিপ্ট করা থাকবে এবং শুধু অনুমোদিত কর্তৃপক্ষই তা ব্যবহার করতে পারবে।

নজরদারি বিশ্বমানের হওয়ায় কুয়েত প্রবাসীদের কোনো প্রকার অপরাধে না জড়ানো, ট্রাফিক আইন লঙ্ঘন না করা সর্বোপরি আইনের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। 


সংযুক্ত আরব আমিরাত

আরব আমিরাতে আসছে লম্বা ছুটি

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২ ডিসেম্বর দেশটির জাতীয় দিবস উদযাপনের জন্য চার দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ২৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই ছুটি থাকবে ২ ডিসেম্বর পর্যন্ত। শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই ছুটি উদযাপন করা হবে। গালফ নিউজ এ খবর দিয়েছে।

ছুটির সময় বুর্জ খলিফাতে বিশেষ আলো ও আতশবাজির আয়োজন থাকবে, যা পুরো শহরকে আলোকিত করবে। এছাড়া অনুষ্ঠিত হবে ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী, যা দর্শনার্থীদের উপহার দেবে এক দৃষ্টিনন্দন অভিজ্ঞতা। আবার পারিবারিক বিনোদনের জন্য মুশরিফ পার্কে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাসহ এবং বিভিন্ন আয়োজন।

চার দিনের ছুটি শুধু বিনোদন নয়, বরং সেখানে বসবাসকারী, প্রবাসী বাংলাদেশি, পর্যটক, প্রবাসী ও স্থানীয়দের জন্য দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপন করার এক বিশেষ সুযোগ।

Logo