Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৭ নভেম্বর ২০২৫

সৌদিতে দুর্ঘটনায় ৪২ ওমরাহ হাজির মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৭:১৮

সৌদিতে দুর্ঘটনায় ৪২ ওমরাহ হাজির মৃত্যু

বাহরাইন

মধ্য নভেম্বরের পর থেকে তাপমাত্রা নেমে যাবে

বাহরাইনে আগামী সপ্তাহের মধ্য ভাগ থেকে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। উত্তর দিকের বাতাসের প্রভাবে জলবায়ু শীতল হতে শুরু করবে, যা ধীরে ধীরে উত্তর-পশ্চিমা বায়ুতে রূপ নেবে। সোমবার সন্ধ্যা থেকেই হালকা থেকে মাঝারি গতির বাতাস বইতে পারে, আর মঙ্গলবার থেকে এই বাতাস শক্তিশালী আকার ধারণ করবে। এই শীতল বায়ুর প্রবাহ ২০ নভেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, বাতাসের বেগ বাড়ার কারণে কিছু এলাকায় ধুলার ঝড় সৃষ্টি হতে পারে এবং আর্দ্রতার মাত্রা কমে যাবে। সপ্তাহের শেষ দিনের তাপমাত্রা নেমে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াতে পারে, আর রাতের তাপমাত্রা কমে গিয়ে ১৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। সমুদ্রপথে চলাচলকারীদের বিশেষ সতর্ক হতে বলা হয়েছে।


সৌদি আরব

সৌদিতে দুর্ঘটনায় ৪২ ওমরাহ হাজির মৃত্যু

সৌদি আরবে তেলবাহী একটি ট্যাংকারের সঙ্গে ওমরাহ হাজিদের বহনকারী একটি বাসের সংঘর্ষে অন্তত ৪৫ ভারতীয় মুসলিম প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে দেশটির আল মদিনা অঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  গালফ নিউজ এ খবর দিয়েছে।

সংঘর্ষের পরপরই ওমরাহযাত্রীদের বহন করা বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীদের বেশির ভাগ তখন ঘুমিয়ে থাকায় বাস থেকে বেরোতে পারেননি, বাঁচার সময়ও পাননি। বাসে মোট ৪৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে জীবিত উদ্ধার হয়েছেন মাত্র একজন। বর্তমানে তিনি গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের সবাই ভারতের হায়দ্রাবাদ অঞ্চল থেকে ওমরাহ পালনে সৌদি আরবে গিয়েছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, যদিও অনেক দেহ পুড়ে যাওয়ায় শনাক্তকরণে সময় লাগতে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।


কুয়েত

কুয়েতে ট্রাফিক অভিযান জোরদার, প্রবাসীদের থাকতে হবে সাবধানে

কুয়েতে বেপরোয়া ড্রাইভিং রোধে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির পুলিশ। যেসব চালক ট্রাফিক নিয়ম ভেঙে রাস্তার নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে, তাদের গাড়ি জব্দ করে সরাসরি স্ক্র্যাপ ইয়ার্ডে পাঠানো হচ্ছে, যেখানে বিশেষ যন্ত্রের মাধ্যমে গাড়িগুলো চাপ দিয়ে কুঁচিয়ে ফেলে দেওয়া হচ্ছে ধাতব বর্জ্য হিসেবে। আরব টাইমস এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, কুয়েতের জেনারেল ট্রাফিক বিভাগ বলছে, আইন লঙ্ঘনের ক্ষেত্রে আর কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিটি গভর্নরেটে প্রতিদিন নজরদারি জোরদার করা হয়েছে এবং বিশেষ টহল দল মোতায়েন রয়েছে। তাদের লক্ষ্য, বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে আনা, দুর্ঘটনা কমানো এবং সড়কে চালকের দায়িত্বশীল আচরণ প্রতিষ্ঠা করা।

দেশটির সরকার আশা করছে, ট্রাফিক আইন মানার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়বে এবং সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে। তাই কুয়েত থাকা প্রবাসীদের ড্রাইভিংয়ের সময় সদা সতর্ক থাকার কথা বলছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।



Logo