Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৬ নভেম্বর ২০২৫

পেটে করে মাদক পাচারের চেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ২০:১২

পেটে করে মাদক পাচারের চেষ্টা

বাহরাইন

পেটে করে মাদক পাচারের চেষ্টা 

বাহরাইনে পেটে লুকিয়ে ১০০টি মাদকের ক্যাপসুল নিয়ে ঢোকার সময় একজন এশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। এক্স-রে পরীক্ষার মাধ্যমে তার পেটের ভেতরে লুকিয়ে রাখা এসব ক্যাপসুল শনাক্ত করেছে বাহরাইনের কাস্টমস বিভাগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছে, এর আগেও সে একইভাবে দুইবার মাদক পাচার করেছে। পুলিশ জানিয়েছে, আসামি একটি মাদক পাচার চক্রের সদস্য, যারা বাহরাইনের বিভিন্ন প্রান্তে মাদক ব্যবসায় যুক্ত। যদিও লোকটি এশিয়ার কোন দেশের, তা খবরে বলা হয়নি। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।

এদিকে, মুহাররাক গভর্নরেটের পুলিশ কয়েকজন এশিয়ান নাগরিককে ৫ হাজার বাহরাইনি দিরহাম মূল্যের স্টিলের পাত চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তদন্ত ও তথ্য সংগ্রহের মাধ্যমে চোরদের শনাক্ত ও আটক করে এবং চুরির মালপত্র উদ্ধার করেছে। তবে এশিয়ার নাগরিক বলা হলেও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। 


ওমান

মাসকাট বিমানবন্দরে উচ্চগতির ইন্টারনেট চালু

ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি উচ্চগতির ওয়াই-ফাই সেভেন ইন্টারনেট চালু করা হয়েছে। এটি বিশ্বের প্রথম কোনো বিমানবন্দর, যেখানে নতুন এই প্রযুক্তি যাত্রীদের জন্য উন্মুক্ত করা হলো। গালফ নিউজ এ খবর দিয়েছে। 

ওয়াই-ফাই সেভেনের মাধ্যমে যাত্রীরা আরো দ্রুত এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন মাসকাট বিমানবন্দরের প্রায় ৪০ হাজার যাত্রী একসাথে এই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে। 

হুয়াওয়ের সঙ্গে অংশীদারিত্বে চালু করা এই নেটওয়ার্কে পুরো টার্মিনাল এলাকায় প্রায় ৪ হাজার ৭০০টি ওয়াই-ফাই সেভেন এক্সেস পয়েন্ট স্থাপন করা হয়েছে, যা ওমানের ডিজিটাল উন্নয়ন এবং ভিশন ২০৪০-এর একটি অংশ।

এর ফলে শুধু দ্রুতগতির ইন্টারনেটই নয়, বরং নেটওয়ার্কের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং অপারেশনাল দক্ষতাও বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে, এই প্রযুক্তির মাধ্যমে যাত্রীরা সময় বাঁচাতে পারবেন, অনলাইনে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। 


সৌদি আরব

সৌদি থেকে প্রায় ১৫ হাজার বহিষ্কার 

সৌদি সরকার দেশটি থেকে ১৪ হাজার ৯১৬ বিদেশিকে দেশটি থেকে বহিষ্কার করেছে। এসব বিদেশির সিংহভাগই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক।  

গত এক সপ্তাহের চলমান অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। সৌদি গেজেট এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, গত সপ্তাহে এই অভিযানে ২২ হাজার ১৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের বেশির ভাগের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘন, শ্রম আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

সৌদি সরকার স্পষ্ট করে জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশ করানো, কিংবা অবৈধদের বসবাসের জায়গা দেওয়া বা কাজের সুযোগ দেওয়া গুরুতর অপরাধ। যে অপরাধের শাস্তি হিসেবে ১৫ বছরের কারাদণ্ড, ১ মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সংশ্লিষ্ট সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রয়েছে। তাই এ বিষয়ে সৌদি প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা আবশ্যক। 

Logo