Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে শুরু হচ্ছে মুহাররাক নাইটস উৎসব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:২১

বাহরাইনে শুরু হচ্ছে মুহাররাক নাইটস উৎসব

বাহরাইনের ঐতিহ্যবাহী শহর মুহাররাকে শুরু হচ্ছে ‘মুহাররাক নাইটস’ উৎসবের চতুর্থ আসর। ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সাংস্কৃতিক উৎসব। বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিজ (BACA) উৎসবের আয়োজন করছে, যার মূল লক্ষ্য মুহাররাক শহরের ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরা।

এই উৎসবে থাকবে সংগীত, ভিজ্যুয়াল আর্ট, ডিজাইন, ফ্যাশন, সিনেমা, স্থাপত্য এবং সাহিত্যসহ নানা শিল্পধারার অনুষ্ঠান। এতে স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীরা অংশ নেবেন। মুহাররাকের ঐতিহাসিক স্থাপনা ও সংস্কৃতির সঙ্গে সমসাময়িক শিল্পের সংমিশ্রণ ঘটিয়ে দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করা হবে। 

উৎসবের অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে মুহাররাক শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থানে, যেমন শেখ ঈসা বিন আলি হাউস, শেখ ইব্রাহিম সেন্টার এবং অন্যান্য ঐতিহ্যবাহী ভবনে। প্রতিদিন সন্ধ্যায় শুরু হবে আয়োজন, যাতে স্থানীয় জনগণ ও পর্যটকরা অংশ নিতে পারবেন।

BACA জানায়, এই উৎসবের মাধ্যমে মুহাররাক শহরের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ ও বিশ্বদরবারে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। UNESCO World Heritage Site হিসেবে স্বীকৃত মুহাররাক শহরকে কেন্দ্র করে এই আয়োজন বাহরাইনের সংস্কৃতিকে আরো বিস্তৃতভাবে তুলে ধরবে।

উৎসবে থাকবে লাইভ পারফরম্যান্স, শিল্প প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, সাহিত্য আলোচনা এবং শিশুদের জন্য বিশেষ কর্মশালা। এছাড়া স্থানীয় হস্তশিল্প ও ঐতিহ্যবাহী খাবারের স্টলও থাকবে।

উৎসবটি স্থানীয় জনগণ, প্রবাসী এবং পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। 

Logo