Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:১৬

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব

শীতের শুরুতেই কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করলেন দুই দিনব্যাপী পিঠা উৎসব। দেশের ঐতিহ্য ও সংস্কৃতির আবহে নানা স্বাদের পিঠার সমারোহে মুখরিত হয় মরু অঞ্চল কাবাদ। প্রবাসীরা আনন্দে উপভোগ করেন এই আয়োজন।   

গত ১৩ নভেম্বর শুরু হয় এই উৎসব, যা চলে শুক্রবার পর্যন্ত। কুয়েতে বসবাসরত কুমিল্লার হোমনা থানার বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় পিঠা পরিবেশন করা হয়।  

দুধ চিতই, রস মঞ্জুরি, পাটিসাপটা, খলা পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, পুলি ও নারকেল পিঠাসহ বাহারি স্বাদের পিঠা সাজানো হয় অতিথিদের জন্য। আয়োজকদের ভাষ্য, নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই তাদের এই উদ্যোগ।  

কর্মব্যস্ত প্রবাস জীবনে এমন আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধনকে আরো দৃঢ় করে। অতিথিরা জানান, বিদেশের মাটিতে এমন উৎসব তাদের দেশের আবহে ফিরিয়ে নিয়ে যায়।    

পিঠা উৎসবের পাশাপাশি ১৬ নভেম্বর রাতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী শিল্পীরা পরিবেশন করেন জারি, সারি ও বাউলসহ নানা ধরনের সংগীত। এতে প্রবাসীরা মাতোয়ারা হয়ে ওঠেন।  

১৪ নভেম্বর দিনব্যাপী অতিথি আপ্যায়নে ব্যস্ত সময় কাটান আয়োজকরা। কুয়েতপ্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও তাদের পরিবারবর্গের উপস্থিতিতে মরু অঞ্চল কাবাদের এই পিঠা উৎসব হয়ে ওঠে এক খণ্ড বাংলাদেশ।

Logo