মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৫ নভেম্বর ২০২৫
এক কলেই হতে পারে গোপন তথ্য ফাঁস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ২০:৫৫
বাহরাইন
এক কলেই হতে পারে গোপন তথ্য ফাঁস
হোয়াটসঅ্যাপে জিরো-ডে ফিচার ব্যবহার করে হ্যাকাররা মাত্র একটি কল করেই পেয়ে যেতে পারে কোনো ব্যক্তির স্মার্টফোনে থাকা যে কোনো তথ্য। বাহরাইনের সাইবার সিকিউরিটি কাউন্সিল এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে।
এক্ষেত্রে আশ্চর্যের বিষয় হলো, ব্যবহারকারী কলটি রিসিভ না করলেও সাইবার হামলা কার্যকর হতে পারে। এর মাধ্যমে ব্যক্তিগত ছবি, চ্যাট, কন্টাক্ট লিস্ট এবং পরিচয়-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজেই চুরি হয়ে যায়।
কাউন্সিল জানিয়েছে, এই ধরনের হামলা থেকে নিজেকে রক্ষা করার জন্য ব্যবহারকারীদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এর মধ্যে রয়েছে ফোনের সিকিউরিটি আপডেট সক্রিয় রাখা, টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখা, অপরিচিত নম্বর থেকে আসা কল এড়িয়ে চলা, সন্দেহজনক লিংকে ক্লিক না করা এবং শুধু বিশ্বাসযোগ্য উৎস থেকেই তথ্য গ্রহণ করা।
নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ এক কলের মাধ্যমে ডিভাইসে অনুপ্রবেশের এই প্রক্রিয়া সামাজিক ও রাষ্ট্রীয় ঝুঁকি তৈরি করছে। বর্তমানে সাইবার অপরাধীরা আরো জটিল এবং সূক্ষ্ম প্রযুক্তি ব্যবহার করছে। তাই ব্যক্তিগত তথ্যের বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা প্রয়োজন।
কুয়েত
কুয়েতে ভারত ও বাংলাদেশের আট প্রবাসী আটক
কুয়েতে অবৈধভাবে পরিচালিত একটি ক্লিনিকে অভিযান চালিয়ে ভারত ও বাংলাদেশের মোট আট প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অভিযানে একজনকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করা হয়, যিনি অনুমোদন ছাড়াই রোগীদের দেখতেন। বাকিরা ক্লিনিক পরিচালনা, রোগী সংগ্রহ, প্রশাসনিক সহযোগিতা এবং অবৈধ ওষুধ সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। আরব টাইমস এ খবর দিয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, চক্রটি অবৈধ ক্লিনিক চালানোর সাথে তারা সরকারি হাসপাতাল থেকে ওষুধ চুরি করে তা একটি অবৈধ নেটওয়ার্কের মাধ্যমে বিক্রি করত। আর তাদের এই কাজে সাহায্য করত এক বাংলাদেশি নাগরিক। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ চুরি করা ওষুধ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আট প্রবাসীর নাগরিকত্ব ছাড়া আর কোনো পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, তাদের এখন কুয়েতের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ চিকিৎসা চক্রের পেছনে আরো কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত সম্প্রসারিত করা হয়েছে।
সৌদি আরব
সৌদিতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার
সৌদি আরবের সীমান্তে সম্প্রতি নিরাপত্তা তৎপরতার অংশ হিসেবে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। আল-দুররা সীমান্তে এক গাড়ির ফুয়েল ট্যাঙ্কে লুকানো ৩৩ হাজার ৫৪৮ ট্যাবলেট জাতীয় মাদক উদ্ধার করা হয়। একই সময়ে এম্পটি কোয়ার্টার সীমান্ত দিয়ে আসা একটি ট্রাক থেকে জব্দ করা হয় ২১ কেজি মাদক। সৌদি গেজেট এ খবর দিয়েছে।
সৌদি প্রশাসন জানিয়েছে, এই ধরনের অভিযান দেশের নিরাপত্তা ও সমাজকে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার উদ্দেশ্যে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সেই সাথে দেশের নাগরিক ও বাসিন্দাদের উৎসাহিত করা হচ্ছে সন্দেহভাজন কর্মকাণ্ড শনাক্ত এবং তা রিপোর্ট করতে। সেই সাথে গোপনভাবে সঠিক তথ্য দিতে পারলে তথ্য প্রদানকারীদের আর্থিক পুরস্কার দেওয়ার কথাও বলেছে সরকার।
এই অভিযান সৌদির সীমান্তে মাদক পাচারের বিরুদ্ধে কঠোর নজরদারির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সৌদিতে বাস করেন ৩০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি, যাদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন প্রবাসীরা। কেননা মাদক ব্যবহার ও চোরাচালানের শাস্তি কঠিন সৌদি আরবে।
logo-1-1740906910.png)