সৌদি আরবে হুরুব হওয়া গৃহকর্মীদের আরো ছয় মাসের সুযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:২৫
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (MHRSD) ঘোষণা করেছে, পালিয়ে যাওয়া বা কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা গৃহকর্মীদের (হুরুব স্ট্যাটাসধারী) বৈধতা সংশোধনের জন্য দেওয়া সময়সীমা আরো ছয় মাস বাড়ানো হয়েছে। নতুন এই সময়সীমা কার্যকর হয়েছে ১১ নভেম্বর থেকে। সৌদি আরবভিত্তিক সংবাদ মাধ্যম সৌদি গেজেট এ সংবাদ প্রকাশ করে।
মন্ত্রণালয় জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি চলবে মুসানেদ প্ল্যাটফর্মের মাধ্যমে, যা সৌদি আরবে গৃহকর্মী সেবা পরিচালনার সরকারি ডিজিটাল সিস্টেম। এর মাধ্যমে কর্মী ও নিয়োগকর্তা উভয়ই সহজে অনলাইনে আবেদন করে তাদের আইনি অবস্থান ঠিক করতে পারবেন।
এর আগে চলতি বছরের ১১ মে থেকে ছয় মাসের জন্য একই ধরনের সুযোগ দেওয়া হয়েছিল। তখন অনেক গৃহকর্মী ও নিয়োগকর্তা এই সুযোগ নিয়ে তাদের আইনি জটিলতা সমাধান করেছিলেন। এবার নতুন করে সময়সীমা বাড়ানোয় আরো বেশি মানুষ এ সুবিধা নিতে পারবেন।
এই সুযোগ শুধু তাদের জন্য প্রযোজ্য, যাদের বিরুদ্ধে হুরুব রিপোর্ট আগে থেকেই রয়েছে। অর্থাৎ যারা কর্মস্থল থেকে পালিয়ে গেছে বা অনুপস্থিত হিসেবে রিপোর্ট হয়েছে, তারা এখন বৈধভাবে অবস্থান সংশোধন করতে পারবেন।
মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গৃহকর্মী ও নিয়োগকর্তা উভয়ের জন্য একটি সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা। এতে কর্মীরা বৈধভাবে কাজ চালিয়ে যেতে পারবেন এবং নিয়োগকর্তারাও আইনি জটিলতা থেকে মুক্ত হবেন।
সৌদি আরবে বিপুল সংখ্যক প্রবাসী গৃহকর্মী কাজ করেন। তাদের মধ্যে অনেকেই নানা কারণে কর্মস্থল থেকে পালিয়ে যান বা অনুপস্থিত থাকেন। এতে তারা অবৈধ অবস্থায় পড়ে যান এবং নানা সমস্যায় পড়েন। নতুন এই সময়সীমা তাদের জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে।
logo-1-1740906910.png)