Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৩ নভেম্বর ২০২৫

রাস্তাঘাটে আরো ৫০০ ক্যামেরা বসাচ্ছে বাহরাইন সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৯:৩২

রাস্তাঘাটে আরো ৫০০ ক্যামেরা বসাচ্ছে বাহরাইন সরকার

বাহরাইন 

রাস্তাঘাটে আরো ৫০০ ক্যামেরা বসাচ্ছে বাহরাইন সরকার

সড়ক দুর্ঘটনা কমানো ও যানবাহন নিয়ন্ত্রণে বাহরাইনের রাস্তাঘাটে নতুন করে আরো ৫০০ স্মার্ট ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে শুরু হওয়া এই প্রকল্পের পরীক্ষামূলক পর্যায়ে রাজধানী মানামাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আধুনিক ক্যামেরা বসানো হচ্ছে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে। 

এসব ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গ, অতিরিক্ত গতিসহ নানা ধরনের অপরাধ শনাক্ত করা সম্ভব হবে।

প্রকল্পটির মাধ্যমে ক্যামেরাগুলোর প্রযুক্তিগত দক্ষতা ও বিদ্যমান ইলেকট্রনিক সিস্টেমের সঙ্গে সংযোগ পরীক্ষা করা হবে। সফলভাবে মূল্যায়ন সম্পন্ন হলে দেশব্যাপী এই প্রকল্প ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সর্বাধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার বাড়ার ফলে এখন থেকে বাহরাইনে সড়কের আইন আরো কড়া হবে। ফলে প্রবাসী বাংলাদেশিদের এ নিয়ে আরো সতর্ক থাকতে হবে। 


সৌদি আরব 

বৃষ্টির আশায় নামাজ হবে সৌদিতে

সৌদি আরবে বৃষ্টির জন্য ১৩ নভেম্বর ইসতিসকার নামাজের আয়োজন করা হয়েছে। দেশটির বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ দেশটির নাগরিক ও বাসিন্দাদের এই ইসতিসকা নামাজে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। এ বছর সৌদির অনেক অঞ্চলে সার্বিক বৃষ্টিপাত কম হয়েছে, ফলে শুষ্কতা বেড়েছে। সেই কারণে এই ইসতিসকা নামাজ পড়ার আহ্বান জানানো হয়েছে। সৌদি বাদশাহ দেশজুড়ে মুসলিমদের প্রতি অনুরোধ করেছেন, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, সৎ কাজ করা, দান ও সাহায্যের মাধ্যমে সমাজের দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। সৌদি এক্সপেট্রিয়েটস এ খবর দিয়েছে।


সংযুক্ত আরব আমিরাত 

ফুড ডেলিভারি করবে ড্রোন

আমিরাতের রাজধানী আবুধাবিতে ড্রোন দিয়ে ফুড ডেলিভারির পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সেবায় গ্রাহকরা অ্যাপ থেকে খাবার অর্ডার করলে তা শহরের নির্দিষ্ট ডেলিভারি পয়েন্টে ড্রোন পৌঁছে দেবে। খালিজ টাইমস এ খবর দিয়েছে।

ড্রোনগুলো তালেবাতের কিচেন বা বিভিন্ন রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করবে এবং দ্রুত নিরাপদে পৌঁছে দেবে নির্ধারিত স্থানে।এসব ড্রোনের যাবতীয় প্রযুক্তি পরীক্ষা করছে আবুধাবি সরকারের মালিকানাধীন প্রযুক্তি প্রতিষ্ঠান কে-টু। কর্তৃপক্ষ বলছে, ড্রিফ্টএক্স এক্সিভিশনে ড্রোন ডেলিভারির কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। শুরুতে দুটি ড্রোন ব্যবহার করা হবে এবং ধাপে ধাপে এই সংখ্যা বাড়ানো হবে, যাতে শহরের আরো বেশি এলাকায় সেবাটি পৌঁছে দেওয়া যায়।

প্রযুক্তি বিশেষজ্ঞরা আশা করছেন, সফল প্রয়োগের মাধ্যমে এটি পুরো আবুধাবিতে ফুড ডেলিভারিতে এক বড় পরিবর্তন নিয়ে আসবে।

Logo