বাহরাইনে ফ্যামিলি ভিসা চালু নিয়ে কী ভাবছেন প্রবাসীরা?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২৩:২০
বাহরাইনে নতুন করে কার্যকর হতে যাওয়া ফ্যামিলি ভিসা নীতিকে বাংলাদেশি প্রবাসীরা স্বাগত জানিয়েছেন, কিন্তু তারা উদ্বেগও প্রকাশ করেছেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নিউজ ও প্রবাসীদের মন্তব্যগুলোতে প্রবাসীরা সুযোগ‑অসুবিধা উভয়ই তুলে ধরেছেন।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, দেশটিতে পরিবারের সদস্যদের আনতে ফ্যামিলি ভিসা প্রক্রিয়া চালু হচ্ছে এবং নির্দিষ্ট শর্ত মেনে আবেদন করলে এখন পুরুষ ও নারী উভয় প্রবাসীই তাদের পরিবারকে নিয়ে আসতে পারবেন। সরকারিভাবে চালু হলে এটি অনেক পরিবারের জীবনে সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করছেন কর্মজীবী প্রবাসীরা।
প্রবাসীদের মন্তব্যে যারা ইতিবাচক, তারা বলছেন- ফ্যামিলি ভিসা চালু হলে কর্মস্থলে মনের চাপ কমবে; পরিবারের সঙ্গে থাকা শিশুর শিক্ষা ও স্ত্রীর সুরক্ষা নিশ্চিত হবে; অপরদিকে ভিসা আর আইন ও খরচ মিটিয়ে পরিবারের জীবনযাত্রা উন্নত হবে। এক কর্মকর্তা লেখেন, “একাধিক প্রবাসীর মানসিক স্বাচ্ছন্দ্য বাড়বে, কাজের উৎপাদনশীলতাও উঠে যাবে।” অনেকে মনে করেন, দীর্ঘ প্রতীক্ষার পর পরিবার হস্তান্তর সুবিধা কর্মীর অধিকার ও কল্যাণ বৃদ্ধির বড় ধাপ।
তবে মৌলিক উদ্বেগও ব্যাপক। একদল প্রবাসী বলেন, ভিসা খরচ ও আবেদনের জটিলতা অনেকের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। কেউ লিখেছেন, “প্রক্রিয়া সোজা না হলে দরিদ্র প্রবাসী পরিবার ফায়দা পাবে না।” ঝুঁকি হিসেবে উল্লেখ হয়েছে বাড়তি জীবনযাত্রার ব্যয়, বাসস্থান ও স্কুল খোঁজা এবং বৈধতা বজায় রাখার প্রয়োজনীয় কাগজপত্র। অনেকে ইঙ্গিত করেছেন নিয়োগদাতা প্রতিষ্ঠান বা আছে এমন শর্তে নামমাত্র বেতনভুক্তরা পরিবার আনার ক্ষেত্রে চাপের মুখে পড়তে পারেন।
আরো একটি উদ্বেগ হলো নিরাপত্তা ও সামাজিক সেবা ব্যবস্থার ওপর চাপ বাড়া। স্থানীয় বাসস্থান সংকট, স্কুল‑স্বাস্থ্য সেবা ইত্যাদিতে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য এসেছে। কিছু প্রবাসী মনে করেন, আইনি নিরাপত্তা ও শ্রমনীতির পাশাপাশি সরকার ও সাটেলাইট কনসালট্যান্টদের ভূমিকা পরিষ্কার করলে সুবিধা বিস্তার পাবে।
স্থানীয় বাংলাদেশি সংগঠনগুলোর প্রতিনিধিরা মনে করেন, ফ্যামিলি ভিসার সফল বাস্তবায়নের জন্য দরকার তথ্যসেবা, সক্ষমতা বৃদ্ধির কর্মশালা ও কনসালটিং সেন্টার। তারা প্রস্তাব করেছেন ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা, আবেদনের খরচ‑বাজেট প্রকাশ ও প্রবাসীর অধিকার সুরক্ষায় স্থানীয় কনস্যুলেটের সমন্বিত সহায়তা।
বাহরাইনের ফ্যামিলি ভিসা চালু হওয়ার খবর প্রবাসীদের মধ্যে আশার সঞ্চার করেছে। কিন্তু বাস্তব সুবিধা পাওয়ার জন্য খরচ, আইনি জটিলতা ও স্থানীয় সেবার প্রস্তুতি কাটিয়ে ওঠা বাধ্যতামূলক বলে তারা সতর্ক করেছেন। তা ছাড়া বাহরাইন সরকার কর্তৃক ভিসা চালুর ঘোষণা না আসা পর্যন্ত কারো সাথে লেনদেন বা ভিসা চুক্তি না করার অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা।
logo-1-1740906910.png)