Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ন্যূনতম বেতন ৭০০ দিনার ও শূন্য বেকারত্বের দাবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২৩:১৯

বাহরাইনে ন্যূনতম বেতন ৭০০ দিনার ও শূন্য বেকারত্বের দাবি

বাহরাইনে শ্রমিকদের জন্য ন্যূনতম মাসিক বেতন ৭০০ বাহরাইন দিনার নির্ধারণ এবং শূন্য বেকারত্ব অর্জনের লক্ষ্যে জোরালো দাবি উঠেছে। ১০ নভেম্বর বাহরাইন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের আয়োজনে দুই দিনব্যাপী ‘ডিসেন্ট ওয়ার্ক ও সামাজিক উন্নয়ন’ বিষয়ক সম্মেলনে এই দাবি জানানো হয়।  

নিউজ অব বাহরাইনের এক সংবাদে বলা হয়েছে, সম্মেলনটি ফ্রিডরিখ এবার্ট ফাউন্ডেশন এবং বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার্স ইন্টারন্যাশনালের সহায়তায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাহরাইনের আইনবিষয়ক মন্ত্রী এবং শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ইউসুফ বিন আবদুল হুসাইন খালাফ।  

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ফেডারেশনের মহাসচিব আবদুল কাদের আল শেহাবি বলেন, “শ্রমিকদের জন্য মর্যাদাপূর্ণ কাজ, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য বিমোচন নিশ্চিত করতে হবে।" তিনি আরো বলেন, “এই লক্ষ্য অর্জনে নিরাপত্তা, শান্তি এবং মানবাধিকার রক্ষা অপরিহার্য”।

তিনি জানান, বাহরাইনে শ্রমবাজারে আনুষ্ঠানিক অগ্রগতি থাকলেও বাস্তবে বেকারত্ব, ঋণের পরিমাণ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাই শ্রমিকদের জন্য একটি সমন্বিত পরিকল্পনা দরকার।  

ফেডারেশনের প্রস্তাবিত পরিকল্পনায় স্থানীয় নিয়োগ (বাহরাইনাইজেশন) বাড়িয়ে শূন্য বেকারত্ব অর্জনের কথা বলা হয়েছে। এতে শ্রমিক, নিয়োগকর্তা এবং সরকার তিন পক্ষই উপকৃত হবে বলে মত দেন আল শেহাবি।  

ফ্রিডরিখ এবার্ট ফাউন্ডেশনের প্রতিনিধি ইয়াসিন আল-হান্নাশি বলেন, “মর্যাদাপূর্ণ কাজ একটি মৌলিক মানবাধিকার। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ন্যায্যতা নিশ্চিত করতে সহায়ক।" তিনি সম্মেলনকে সরকার, শ্রমিক এবং নাগরিক সমাজের মধ্যে খোলামেলা আলোচনার সুযোগ হিসেবে দেখেন।  

বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার্স ইন্টারন্যাশনালের সহকারী মহাসচিব কার্লোস আন্তোনিও বলেন, “বিশ্বে এক বিলিয়নের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। উন্নয়ন অর্জনের জন্য সামাজিক ন্যায্যতা এবং তরুণদের সম্পৃক্ততা জরুরি”।

তিনি মধ্যপ্রাচ্যে বিশেষ করে নির্মাণ খাতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।  

সম্মেলনে বাহরাইনের শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন ৭০০ দিনার এবং শূন্য বেকারত্ব অর্জনের দাবি শ্রমিক অধিকার ও সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এতে শ্রমিকদের মর্যাদা, অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক অন্তর্ভুক্তির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। 

Logo