Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে এবার আগেভাগেই নামছে শীত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২৩:১৭

কুয়েতে এবার আগেভাগেই নামছে শীত

কুয়েতে শীতের আগমন শুরু হয়েছে বলে জানিয়েছে আল-উজাইরি সায়েন্টিফিক সেন্টার। ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘আল-ঘাফর’ নামক মৌসুম, যা ১৩ দিন স্থায়ী হবে। এটি ‘ওয়াসিম’ মৌসুমের দ্বিতীয়ার্ধের সূচনা এবং শরতের সপ্তম ধাপ, যেখানে দিনের তাপমাত্রা হ্রাস পেতে শুরু করে এবং রাতগুলো দীর্ঘ হতে থাকে। আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে 

আল-ঘাফর মৌসুমে আবহাওয়ার বৈশিষ্ট্য:

- দিনের তাপমাত্রা হ্রাস পায়, রাতের ঠান্ডা বাড়ে 

- আসর নামাজের সময় বছরের সবচেয়ে আগেভাগে শুরু হয় 

- সূর্যোদয়ের সময় শুরুতে ভোর ৬:০৮, শেষে ভোর ৬:১৯ এ

- রাতের দৈর্ঘ্য প্রায় ১৩ ঘণ্টা ১২ মিনিট  

আল-উজাইরি সেন্টার জানিয়েছে, এই সময়টিকে শীতকালীন শস্য রোপণের জন্য উপযুক্ত ধাপ হিসেবে বিবেচনা করা হয়। খেজুর গাছের মাটি প্রস্তুত ও সার প্রয়োগের কাজও এই সময়েই হয়ে থাকে।  

আল-ঘাফর মৌসুমে দিনের বেলায় হালকা বাতাস, সাগরে উত্তাল ঢেউ এবং সকালে ঠান্ডা পানি দেখা যায়। এটি শীতের প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচিত হয়। কৃষি ক্যালেন্ডার অনুযায়ী, এই সময়টি শীতকালীন শস্য যেমন গম, বার্লি ও অন্যান্য শস্য রোপণের জন্য আদর্শ।  

কুয়েতের নাগরিক ও প্রবাসীরা এই সময়টিকে শীতের প্রস্তুতির সময় হিসেবে দেখেন। আবহাওয়া পরিবর্তনের ফলে পোশাক, খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিনে পরিবর্তন আসে।  

আল-উজাইরি সায়েন্টিফিক সেন্টার প্রতি বছর মৌসুম পরিবর্তনের সময়সূচি ও বৈশিষ্ট্য প্রকাশ করে, যা কৃষক, আবহাওয়া বিশ্লেষক এবং সাধারণ নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে কাজ করে।  

আল-ঘাফর মৌসুমের শুরু কুয়েতে শীতের আগমনের বার্তা বহন করছে। তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কৃষি ও দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন আসছে। এই সময়টিকে প্রস্তুতির সময় হিসেবে গ্রহণ করে নাগরিকরা শীতকালীন জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছেন। 

Logo