Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে শিশু ভাতা পেতে নাগরিকত্ব সনদ ও সিভিল আইডি বাধ্যতামূলক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২৩:১৬

কুয়েতে শিশু ভাতা পেতে নাগরিকত্ব সনদ ও সিভিল আইডি বাধ্যতামূলক

কুয়েতে শিশু ভাতা (Child Allowance) গ্রহণের জন্য এখন থেকে নাগরিকত্ব সনদ (Nationality Certificate) এবং সিভিল আইডি (Civil ID) বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির সরকারি সূত্র জানিয়েছে, ভাতা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জালিয়াতি রোধে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। আরব টাইমস এ সংবাদ জানিয়েছে।

কুয়েতের অর্থ মন্ত্রণালয় ও জনশক্তি কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যেসব পরিবার শিশু ভাতা নিতে চান, তাদের সংশ্লিষ্ট শিশুর নাগরিকত্ব সনদ এবং বৈধ সিভিল আইডি জমা দিতে হবে।  

সরকার জানিয়েছে, ভুয়া দাবি ও জাল নথিপত্রের মাধ্যমে ভাতা গ্রহণের প্রবণতা রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অতীতে কিছু ব্যক্তি ভুয়া জন্মনিবন্ধন বা পরিচয়পত্র ব্যবহার করে ভাতা গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে।  

নতুন নিয়ম অনুযায়ী

- শিশুর নাগরিকত্ব সনদ জমা দিতে হবে  

- সিভিল আইডি অবশ্যই বৈধ ও হালনাগাদ হতে হবে  

- আবেদনকারী অভিভাবকের তথ্যও যাচাই করা হবে  

এই নিয়মের ফলে অনেক অভিভাবককে অতিরিক্ত কাগজপত্র সংগ্রহ করতে হবে। তবে সরকার বলছে, এটি দীর্ঘমেয়াদে ভাতা ব্যবস্থাকে আরো সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করবে।  

জনশক্তি কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, “আমরা চাই, কেবল যোগ্য পরিবারগুলোই ভাতা পাবে। এজন্য তথ্য যাচাই ও নথিপত্রের সত্যতা নিশ্চিত করা জরুরি।”  

সরকার ইতোমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে আবেদন ও যাচাই প্রক্রিয়া চালু করেছে। এতে নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে পারবেন। এছাড়া স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থা চালু করা হয়েছে, যা সিভিল আইডি ও নাগরিকত্ব সনদের তথ্য মিলিয়ে দেখে।

Logo