মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১১ নভেম্বর ২০২৫
বাহরাইন-কাতার ফেরি চলাচল শুরু, প্রবাসীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৭:৪৪
বাহরাইন
বাহরাইন-কাতার ফেরি চলাচল শুরু, প্রবাসীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা
বাহরাইন ও কাতারের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফেরি চলাচল শুরু হয়েছে। এই ফেরি চলাচল নিয়ে দুই দেশের বাসিন্দা ও প্রবাসীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দুই দেশের ফেরি লিংকের মধ্যে দূরত্ব ৩৫ নটিক্যাল মাইল। ফেরি করে বাহরাইন থেকে কাতার যেতে সময় লাগবে এক ঘণ্টা ১০ মিনিট থেকে দেড় ঘণ্টা।
বাহরাইন থেকে বিমানে কাতার যেতে ৫০ মিনিট লাগে। যদিও বিমানবন্দরের সময় যোগ করলে তা ২ বা আড়াই ঘণ্টা লেগে যায়। অন্যদিকে সড়কপথে বাহরাইন থেকে কাতার সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘণ্টার ড্রাইভ টাইম। সেই তুলনায় নতুন এই ফেরি সার্ভিসে লাগবে মাত্র এক ঘণ্টা। তাই দেশটির বাসিন্দা ও প্রবাসীরা ফেরিকে যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে মনে করছেন।
এদিকে, দুই দেশের মধ্যে ফেরি যোগাযোগকে স্বাগত জানিয়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে কাজে লাগানোর নির্দেশ দিয়েছে বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা। আশা করা হচ্ছে, ফেরি চলাচলের এই সার্ভিস দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য এবং সামগ্রিক আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। আর প্রবাসীরা সহজে বাহরাইন থেকে সহজে কাতার যেতে পারবেন।
সৌদি আরব
শ্রমিকদের কর্মঘণ্টা ও ছুটি নির্ধারণ করল সৌদি
সৌদি সরকার নতুন শ্রম আইন প্রবর্তন করে বলেছে, কোনো শ্রমিককে দৈনিক ১২ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। প্রতি পাঁচ ঘণ্টার কাজের পর অন্তত ৩০ মিনিটের বিরতি বাধ্যতামূলক, যা শ্রমিকরা বিশ্রাম, প্রার্থনা বা খাবারের জন্য ব্যবহার করতে পারবেন। সপ্তাহে কমপক্ষে একদিনের বিশ্রাম দেওয়ার কথাও আইনগতভাবে বাধ্যতামূলক করা হয়েছে। গালফ নিউজ এ খবর দিয়েছে।
বাংলাদেশের ৩০ লক্ষাধিক প্রবাসী আছেন সৌদিতে। যেখানে বাংলাদেশের কর্মীরা দেশটিতে অবকাঠামো ও নির্মাণকাজে যুক্ত। নতুন শ্রম আইন তাদের কাছে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর, যাতে শ্রমিকদের জন্য নির্ধারিত কর্মঘণ্টা এবং ছুটির সময় নিশ্চিত করেছে। সাপ্তাহিক ছুটির দিনটি সাধারণত শুক্রবার নির্ধারণ করা হলেও নিয়োগকর্তা চাইলে অন্য কোনো দিন শ্রমিকদের বিশ্রাম দিতে পারবেন। তবে সেটি হতে হবে সম্পূর্ণ ২৪ ঘণ্টার বিশ্রাম।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, এটি শ্রমিকদের অধিক কার্যকর ও মানবিক কাজের পরিবেশ নিশ্চিত করবে, যা কর্মসংস্থান খাতের উন্নয়নেও ভূমিকা রাখবে। নতুন নিয়ম প্রয়োগের মাধ্যমে শ্রমিকরা তাদের কাজের সময় এবং বিশ্রামের মধ্যে সঠিক ভারসাম্য রাখতে পারবেন, যা দীর্ঘমেয়াদে শ্রমিকদের মানসিক ও শারীরিক সক্ষমতা বাড়াবে।
কুয়েত
কুয়েতে দুই এশিয়ান প্রবাসীর রহস্যজনক মৃত্যু
কুয়েতে দুই এশিয়ান প্রবাসীর রহস্যময় মৃত্যু হয়েছে, যা স্থানীয় সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে। সালমিয়ায় একজন প্রবাসী কর্মী ষষ্ঠ তলা থেকে পড়ে মারা যান। অন্যদিকে রুমাইথিয়ায় একজন গৃহকর্মীও রহস্যজনক পরিস্থিতিতে প্রাণ হারান। আরব টাইমস এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, ষষ্ঠ তলা থেকে পড়ে মারা যাওয়া এশিয়ান প্রবাসীর মৃতদেহ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। কিন্তু কী কারণে ওই এশিয়ান কর্মী এমন করে মারা গেলেন, তার কারণ জানা যায়নি। দুটি ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে এবং মৃতদেহের পরিস্থিতি ও মৃত্যুর কারণ স্পষ্টভাবে নির্ধারণের চেষ্টা চলছে।
এশিয়ান প্রবাসী দুজনের নাম কিংবা তারা কোন দেশের নাগরিক, তা প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে জানা যাবে উভয় মৃত্যুর প্রকৃত কারণ এবং সে ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে সোনার দামে ঊর্ধ্বগতি
দুবাইয়ে সোনার দামে আবারো ঊর্ধ্বগতি দেখা গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে তৈরি করেছে উৎসাহ। ২৪ ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম ৫০০ দিরহামে বিক্রি হচ্ছে, যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে ১৩.৫ দিরহাম। খালিজ টাইমস এ খবর দিয়েছে।
আর ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম ৪৬২.৭৫ দিরহামে, ২১ ক্যারেটের ৪৪৩.২৫ দিরহামে এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ৩৭৯.৭৫ দিরহামে বিক্রি হচ্ছে দুবাইয়ের বাজারে।
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ফেডারেল ব্যাংকের সুদের হার কমানোর সম্ভাবনা, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় কার্যক্রম এবং আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা সোনার দাম নিয়মিতভাবে বাড়াচ্ছে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড প্রতি আউন্স ৪ হাজার ১৩৮.২৩ ডলারে ট্রেড করছে, যা আগের দিনের তুলনায় ০.৫৯% বেড়েছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, বিনিয়োগকারীরা বর্তমান পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকেই ঝুঁকছেন, যার ফলে বাজারে ক্রেতার চাপও বেড়েছে।
logo-1-1740906910.png)